For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাল কেটে কুমির নয়! একা থাকি, গয়েশপুর থেকে নয়া বার্তা মমতার

খাল কেটে কুমির আনবেন না। বিজেপি এলে স্বাধীনতা থাকবে না। যা ইচ্ছা করছেন, বলছেন প্রধানমন্ত্রী। দেশকে বাঁচাতে গেলে মোদীকে হঠাতে হবে। নদিয়ার গয়েশপুরের সভা থেকে এমনইসব কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

খাল কেটে কুমির আনবেন না। বিজেপি এলে স্বাধীনতা থাকবে না। যা ইচ্ছা করছেন, বলছেন প্রধানমন্ত্রী। দেশকে বাঁচাতে গেলে মোদীকে হঠাতে হবে। নদিয়ার গয়েশপুরের সভা থেকে এমনইসব কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে জেলায় তাঁর সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন মমতা।

'খাল কেটে কুমির আনবেন না'

'খাল কেটে কুমির আনবেন না'

বিজেপিকে ভোট দিয়ে খাল কেটে কুমির আনবেন না। নদিয়ার সভা থেকে কার্যত একথাও বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সতর্কবার্তা, ফের একবার
বিজেপি এলে স্বাধীনতা থাকবে না। দেশ বাঁচাতে গেলে মোদীকে হঠাতে হবে বলেও মন্তব্য করেন মমতা। দিল্লির সরকারকে পচা সরকার বলেও অবিহিত করেন।

 'আমি একা থাকি'

'আমি একা থাকি'

এদিনের সভায় নিজের কথাও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, মায়ের মৃত্যুর পর থেকে একা থাকেন। প্রাক্তন এমপি হিসেবে পাওয়া পেনশনও
তিনি গ্রহণ করেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখা ৮৭ টি বই বিক্রির রয়্যালটি থেকেই তাঁর চলে যায়। মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। তাঁকে চোর
বললেও কিছু যায় আসে না বলেও জানান তিনি।

'গদ্দারদের দল থেকে তাড়িয়েছি'

'গদ্দারদের দল থেকে তাড়িয়েছি'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নেতা তৈরি করেন। গদ্দারদের নিয়ে কাজ করেন না। ভাটপাড়ায় একটা গদ্দার তৈরি হয়েছিল। তাঁকে দল থেকে তাড়িয়ে দেওয়া
হয়েছে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারদের থেকে সাবধান থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

মোদীকে আক্রমণ করে উন্নয়নের বর্ণনা

মোদীকে আক্রমণ করে উন্নয়নের বর্ণনা

গয়েশপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নরেন্দ্র মোদী প্রতিদিন মিথ্যা কথা বলেন। মোদীকে বসন্তের কোকিলের সঙ্গেও তুলনা করেন তিনি। বলেন,
৫ বছর বাংলার সঙ্গে বঞ্চনা করেছে মোদী সরকার। সঙ্গে জেলায় নিজের সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন। বলেন, ১১০০ কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হচ্ছে।
যা সম্পূর্ণ হয়ে গেলে বর্ধমান থেকে শান্তিপুর সহজেই পৌঁছে যাওয়া যাবে। কল্যাণীতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে এইমস তৈরির কথাও জনগণের সামনে তুলে ধরেন মমতা।

[আরও পড়ুন: হয় তিনি বেঁচে থাকবেন, নয় সন্ত্রাসবাদীরা! ভোটপ্রচারে চ্যালেঞ্জ মোদীর][আরও পড়ুন: হয় তিনি বেঁচে থাকবেন, নয় সন্ত্রাসবাদীরা! ভোটপ্রচারে চ্যালেঞ্জ মোদীর]

[আরও পড়ুন: মরিয়া মমতা এবারে মুর্শিদাবাদ জিততে রাজনৈতিক কৌশল বদলেছেন; কিন্তু ওষুধে কাজ হবে কী? ][আরও পড়ুন: মরিয়া মমতা এবারে মুর্শিদাবাদ জিততে রাজনৈতিক কৌশল বদলেছেন; কিন্তু ওষুধে কাজ হবে কী? ]

English summary
Mamata Banerjee attacks Narendra Modi from his Nadia's Gayeshpur meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X