For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে হয়নি! পুনর্মুষিক ভব, মোদীর উদ্দেশে আর যা বললেন মমতা

পচা শামুকে পা দিলে পা কাটবে। তাই পচা শামুক বাদ দিন। দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ বছরে মোদী সরকার কোনও কাজ করেনি। নির্বাচনআসলে ধর্মের কথা মনে পড়ে বলে কটাক্ষ করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

পচা শামুকে পা দিলে পা কাটবে। তাই পচা শামুক বাদ দিন। দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ বছরে মোদী সরকার কোনও কাজ করেনি। নির্বাচন আসলে ধর্মের কথা মনে পড়ে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে বিজেপি। মোদীর উদ্দেশে বলেন, মমতাজি আপকো চ্যালেঞ্জ করতা হ্যায়।

'চৌকিদার নয়, বফাদার চাই'

'চৌকিদার নয়, বফাদার চাই'

দুর্গাপুরের সভা থেকে ফের একবার মোদীর চৌকিদার প্রসঙ্গ তোলেম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আগে ছিল চা-ওয়ালা, আর এখন চৌকিদার। তিনি বলেন, চৌকিদার নয়,
বফাদার চাই।

'৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে তা হয়নি'

'৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে তা হয়নি'

দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলায় ৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে হয়নি। ৮ বছরে বাংলায় ৫০ টি কলেজ হয়েছে। দুর্গাপুর-আসানসোল নতুন
জেলা ও কমিশনারেট হয়েছে। সভা থেকে রাজ্য সরকারের বসুমতি অধিগ্রহণ এবং রেলমন্ত্রী থাকাকালীন বার্ন স্ট্যান্ডার্ড ও ব্রেথওয়েট অধিগ্রহণের কথা উল্লেখ করেন।

'বিজেপির সুবিধার্থে ৭ দফায় ভোট'

'বিজেপির সুবিধার্থে ৭ দফায় ভোট'

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপির সুবিধার্থে সাত দফায় ভোট হচ্ছে। তাঁর অভিযোগ গরমে মানুষের কষ্টের কথা ভাবে না বিজেপি।

'মোদী দুর্গা ঠাকুর চেনেন না'

'মোদী দুর্গা ঠাকুর চেনেন না'

রাজ্যে একাধিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সরকারের বিরুদ্ধে দুর্গা পুজোর বাধা সৃষ্টির অভিযোগ করেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
মোদী তো দুর্গা ঠাকুর চেনেই না। চেনে শুধু হাতে গদা। কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'তুমি যত আসবে তত লাভ'

'তুমি যত আসবে তত লাভ'

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যে একের পর এক সভা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একদিনে একাধিক সভাও করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে। যেমন ছিল বুধবার। বোলপুরের পর রানাঘাটে সভা করেন নরেন্দ্র মোদী। সভা দুটিতে ভিড় ছিল
চোখে পড়ার মতো। এদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুধু মঞ্চকেই দেখানো হয়। কেননা সভাগুলিতে ভিড় সেরকম
হচ্ছে না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তারই জবাব দেন। অভিযোগ করে বলেন, একটা জায়গায় মিটিং করতে চারটে জেলার লোক আনছে বিজেপি। মোদীর উদ্দেশে
তিনি বলেন, তুমি যত আসবে, তত লাভ। তুমি চমকালে আমি গর্জাই।

English summary
Mamata Banerjee attacks Narendra Modi from his Durgapur meeting. She attended another meetingin Suri in Birbhum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X