For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর মতোই প্রথমবারের ভোটারদের কাছে! প্রণবদার ছেলের লড়াই কী ভাবে, জানালেন মমতা

প্রথমবারের ভোটার কাছে সরাসরি আবেদন। অনেকটা মোদীর মতোই। তবে আলাদা যেখানে, সেখানে মমতা সরাসরি বললেন তৃণমূলকে জয়ী করুন। সিপিএম, কংগ্রেসকেভোট দিয়ে লাভ নেই।

  • |
Google Oneindia Bengali News

প্রথমবারের ভোটার কাছে সরাসরি আবেদন। অনেকটা মোদীর মতোই। তবে আলাদা যেখানে, সেখানে মমতা সরাসরি বললেন তৃণমূলকে জয়ী করুন। সিপিএম, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বহরমপুর এবং জঙ্গিপুরে আরএসএস-এর মদতে লড়াই করছে কংগ্রেস।

'এই নির্বাচন বিজেপিকে হঠানোর নির্বাচন'

'এই নির্বাচন বিজেপিকে হঠানোর নির্বাচন'

অন্যদিনের মতো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা শুরু করেন মোদী বিরোধিতা দিয়ে। বলেন, এই নির্বাচন ভারত থেকে বিজেপি হঠানোর নির্বাচন। সেই সঙ্গে তিনি বলেন, ভারত সরকার বদলাবে তৃণমূল। মোদীকে হঠাবে তৃণমূল। দার্জিলিং-এ আগে কখনও তৃণমূল জেতেনি। তাই ৪২-এ ৪২ করতে এই কেন্দ্র থেকে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'প্রণবদার ছেলের লড়াই আরএসএস-এর মদতে'

'প্রণবদার ছেলের লড়াই আরএসএস-এর মদতে'

চোপড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বহরমপুর এবং জঙ্গিপুরে কংগ্রেস লড়াই করছে আরএসএস-এর মদতে। তাঁর মতে রাজ্যে কংগ্রেস ও সিপিএমকে
ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। তাই সেই ভোট তৃণমূলকে দেওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'পুলওয়ামায় জওয়ানদের মারল কে'

'পুলওয়ামায় জওয়ানদের মারল কে'

প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন পুলওয়ামায় জওয়ানদের মারল কে। কেন কেন্দ্রীয় সরকারের কাছে জঙ্গি হামলার খবর ছিল না। সেই প্রশ্ন করেন
মমতা বন্দ্যোপাধ্যায়।

দাবি ও অভিযোগ

দাবি ও অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় নাগরিকপঞ্জী করতে দেব না। আর নির্বাচনে অফিসার পরিবর্তন করে কোনও লাভ হবে না। কেননা ভোট দেবেন তো জনগণ।
তাঁর অভিযোগ দেশে গোরক্ষার নামে তাণ্ডব চলছে। সাড়ে ৪ বছরে বিদেশ ঘুরেছেন আর দেশের সর্বনাশ করেছেন। দেশে বেকারের পরিমাণ বাড়িয়েছেন।

'ভোট দিন একনম্বর মেশিনের এক নম্বরে'

'ভোট দিন একনম্বর মেশিনের এক নম্বরে'

এদিনের সভা থেকে জনগণকে কোথায় ভোট দিতে হবে তাও জানিয়েদেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন একনম্বর মেশিনের একনম্বরে ভোট দেবেন। যেখানে
ঘাসফুল চিহ্ন রয়েছে। তবে দুনম্বর মেশিনের একনম্বরে ভোট দিলে তা নোটায় গিয়ে পড়বে বলে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee attacks Narendra Modi from her Chopra meeting. RSS helps congress in Berhampur andJangipur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X