For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে', কমিশনের নোটিশ তোয়াক্কা না করেই ফের বিস্ফোরক মমতা

সিআরপিএফ ঘেরাও মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

  • |
Google Oneindia Bengali News

সিআরপিএফ ঘেরাও মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে ভোটের প্রচারে হিন্দু-মুসলিম করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাতে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নোটিস পাঠিয়ে কিছু হবে না তিনি ভয় পান না। চতুর্থ দফার ভোটের আগে ফের একবার নোটিশ পেলেন মমতা। তবে এবারও নিজের মন্তব্যে অনড় তিনি।

কেন্দ্রীয় বাহিনী নিজের মন্তব্যে অনড় মমতা

কেন্দ্রীয় বাহিনী নিজের মন্তব্যে অনড় মমতা

বাহিনী নিয়ে নিজের অবস্থান থেকে একবিন্দুও সরলেন না তৃণমূল সুপ্রিমো। শুক্রবার জামালপুরের সভা থেকে ফের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে নিশানা করলেন কমিশনকেও। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। ওরা যতক্ষণ এসব করবে ততক্ষণ আমি ওদের বিরুদ্ধে বলবোই। আমি সিআরপিএফদের সম্মান করি, কিন্তু যারা বিজেপির হয়ে কাজ করে, এর প্রতিবাদ করবই। তাঁর এই মন্তব্যে ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। ফের কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিরোধীদের।

কমিশনকেও তোপ মমতার

কমিশনকেও তোপ মমতার

প্রচারে বেরিয়ে এদিন কমিশনকে তোপ দাগেন মমতা বন্দ্যপাধ্যায়। তিনি বলেন, "প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন। অমিত শাহ অনেক আপত্তিকর কথা বললেও নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। কিন্তু মমতা কিছু বললেই বিধিভঙ্গ। আগেও অনেকবার শোকজ করা হয়েছে। লাভ নেই।" বিজেপি আপনাদের কে? কমিশনকে প্রশ্ন মমতার। তাঁর অভিযোগ, "তৃণমূলের প্রতি অবিচার করা হচ্ছে।" এদিনের সভা থেকে বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, "তোমরা যদি জেনেই থাকো জিতবে, তাহলে রোজ কেন তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে।" এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, "বিজেপি একটা ভোটও পাবে না। বিপুল ভোট পেয়ে ফের সরকার গড়বে তৃণমূল।"

সিআরপিএফকে ঘেরাও করুন

সিআরপিএফকে ঘেরাও করুন

বুধবার কোচবিহারের সভা থেকে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোটে বিজেপির হয়ে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ করেছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে মহিলাদের ভোট দিতে যাওয়ার কথা বলেছিলেন মমতা। মূলত মহিলাদের একজোট হয়ে সিারপিএফকে ঘেরাও করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে নোটিস

মমতাকে নোটিস

মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফকে ঘেরাও করার মন্তব্যের প্রতিবাদে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। তারপরেই কমিশন পদক্ষেপ করে। ঠিক চতুর্থ দফার ভোটের আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে শনিবার সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার পরামর্শ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর অপমান করছেন।

কমিশনে নালিশ বিজেপির, মন্তব্যে অনড় মমতা

কমিশনে নালিশ বিজেপির, মন্তব্যে অনড় মমতা

সিআরপিএফকে েঘরাও করতে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেনাবাহিনীর অপমান করছে। দেশে সেনা বাহিনীর অপমানের অর্থই হল দেশের বিরুদ্ধে কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিরোধী কথা বলেেছন বলে কমিশনে নালিশ জানায় বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের মর্যাদা কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি তাঁর মন্তব্যে অনড় আজ শুক্রবার ফের একবার তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগের নোটিশেই মমতার হুঁশিয়ারি ছিল, হাজারও নোটিশ দিলেও আমাকে দমাতে পারবে না।

English summary
ahead of west bengal assembly election 2021 mamata banerjee attacks bjp on several issues like nrc and using crpf
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X