For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর কত দাঙ্গা লাগাবে ওঁরা, বিজেপির ভুরিভুরি মিথ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার

বিজেপির নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে বিজেপি। এখন দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

মমতা এদিন বিজেপিকে নিশানা করে বলেন, 'জিএসটি ও নোটবন্দিতে মানুষের সর্বনাশ হয়েছে। নোটবন্দি ও জিএসটির জন্য কর্মসংস্থান হারিয়েছে তাঁরা। বছর ঘুরে গেলেও স্বাভাবিক অবস্থা ফেরেনি। নোটবন্দির জন্য মানুষের দুর্গতি চলছেই। তারপর আবার জিএসটি চালু করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে অতিরিক্ত করের বোঝা। আর মিথ্যে কথা বলে চলেছে একের পর এক। শিক্ষা দেওয়ার নামে মিথ্যে কথা বলছে।'

আর কত দাঙ্গা লাগাবে ওঁরা, বিজেপির ভুরিভুরি মিথ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার

[আরও পড়ুন:বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই চলছে মুকুলের! জানেন, কে করলেন এমন অভিযোগ][আরও পড়ুন:বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই চলছে মুকুলের! জানেন, কে করলেন এমন অভিযোগ]

এদিন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে যান মমতা। রাজ্যের টাকা করবাবদ কেন্দ্র তুলে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বলেন, 'আইসিডিএসের ৬০ শতাংশ টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তারপর আশা প্রকল্প বন্ধ করে দিয়েছে বিজেপি-র সরকার। তবু রাজ্যে এই প্রকল্প চালু রেখে দিয়েছি এককভাবে রাজ্যের তরফে।'

সেইসঙ্গে এদিন বিজেপি রাজ্যের বাঙালি খুন নিয়েও সরব হন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কে কোন রাজ্যে কাজ করবে, সেটা তার ব্যাপার। সেটা তাঁদের স্বাধীনতা। তাহলে কেন ভিনরাজ্যে কাজ করতে গেলে খুন করা হচ্ছে। আসলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি।'

এ প্রসঙ্গেই তিনি বলেন, 'বাংলায় অনেকে থাকেন, অনেক ভিনরাজ্যের মানুষ কাজ করতে আসেন। তাঁদের আমরা ভালোবাসি। তাঁদের সঙ্গে আমরা দুর্ব্যবহারও করি না। তার কারণ এটাই আমাদের সংস্কৃতি। আর আমাদের সঙ্গে বিজেপিশাসিত রাজ্যের পার্থক্য সেখানেই।' এরপরই মমতা প্রশ্ন তোলেন, 'অসম থেকে ভাইবোনেদের কেন তাড়িয়ে দেওয়া হবে?' তিনি বিজেপি সরকারকে সাবধান করে বলেন, 'মনে রাখবেন, বাংলা ভালো থাকলে অসমও ভালো থাকবে। আমরা এসব মেনে নেব না।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়ন বার্তাও দেন। আগামী ২ ফেব্রুয়ারি একসঙ্গে সাড়ে সাত হাজার রাস্তার উদ্বোধন করা হবে বলে তিনি ঘোষণা করেন। সেইসঙ্গে ২৮ কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাস-সহ অন্যান্য প্রকল্পের ঘোষণাও করেন এদিনের মঞ্চ থেকে। আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন থেকে শুরু করে জেলা হাসপাতালের শিলান্যাসও করা হয়।

[আরও পড়ুন:গোয়েন্দা লেলিয়ে দেওয়া হয়েছে মুকুলের পিছনে! কোণঠাসা হয়ে চাঞ্চল্যকর অভিযোগ][আরও পড়ুন:গোয়েন্দা লেলিয়ে দেওয়া হয়েছে মুকুলের পিছনে! কোণঠাসা হয়ে চাঞ্চল্যকর অভিযোগ]

English summary
Mamata Banerjee attacks BJP government at Alipurduar public meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X