For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিজেপির দালাল’ টাকার থলি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলায়, সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা

হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে বাংলায় এসেছে বিজেপির দালাল। ফের একবার আসাউদ্দিন ওয়েইসির নাম না করে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে বাংলায় এসেছে বিজেপির দালাল। ফের একবার এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসির নাম না করে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে বিজেপির দালাল বলে তোপ দেগেছেন এবার। তাঁর নিশানায় যে আসাউদ্দিন ওয়েইসি, তাও তিনি বুঝিয়ে দিযেছেন হায়দরাবাদের নাম করে।

তোমরাই বিজেপির সবচেয়ে বড় দালাল

তোমরাই বিজেপির সবচেয়ে বড় দালাল

মুখ্যমন্ত্রী বলেছেন, হায়দরাবাদ থেকে এসে একজন বলছে, তোমাদের পাশে আমরা রয়েছি। তোমাদের জন্য লড়ব। কী করে তুমি লড়বে, তোমরাই বিজেপির সবচেয়ে বড় দালাল। যা করার আমরাই করব, বাইরের নেতাদের প্ররোচনায় পা দেবেন না। আমরাই আপনাদের জন্য লড়ব, আপনাদের পাশে যেমন ছিলাম, তেমন থাকব।

নাম না করে ওয়েইসিকে আক্রমণ

নাম না করে ওয়েইসিকে আক্রমণ

এর আগে মমতা নাম না করে ওয়েইসিকে আক্রমণ করেন উত্তরবঙ্গে সফরে কোচবিহার থেকে। ভিন রাজ্যের রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি তোপ দাগেন, রাজ্যে বিভেদের রাজনীতির চেষ্টা করছে ভিনরাজ্যের একটি দল। বাইরে থেকে আমদানি হওয়া কোনও নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দু হোক বা মুসলমান হোক। এই বিপজ্জনক শক্তিদের বিশ্বাস না করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পাল্টা জবাবের পর আবারও নিশানা

পাল্টা জবাবের পর আবারও নিশানা

এরপর মমতার এই ভাষণের পাল্টা জবাব দেন আসাদউদ্দিন ওয়েইসিও। মঙ্গলবার হায়দরাবাদের সাংসদ মমতাকে উদ্দেশ্য করে টুইট করেন। তিনি লেখেন, "যদি হাদরাবাদে থাকা আমাদের মতো কিছু মানুষকে নিয়ে দিদি এতই চিন্তিত, তবে তাঁকেও জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন কী ভাবে বিজেপি জিতল?"

বিজেপির দালাল হায়দরাবাদ থেকে এসেছে

বিজেপির দালাল হায়দরাবাদ থেকে এসেছে

এখানেই যে বিতর্কের শেষ নয়, তা আবার প্রমাণ করে মমতা আক্রমণ শানালেন। এবার একেবারে বিজেপির দালাল বলে কটাক্ষ তাঁকে। তবে তিনি নাম করেননি ওয়েইসির। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কোনও ভিন রাজ্যের দল আপনাদের জন্য কিছু করবে না, যা করার আমরাই করব।

কট্টরপন্থী তালিকায় নতুন নাম

কট্টরপন্থী তালিকায় নতুন নাম

এতদিন কট্টরপন্থী দল হিসেবে বিজেপিকেই আক্রমণ করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সেই তালিকাতে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম-কে ঢোকালেন তিনি। এনআরসি নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে সোমবার উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সফরে গিয়ে এনআরসি ইস্যুতে মুখ খুললেন মমতা।

বাংলায় এনআরসি হবে না, অভয়বাণী

বাংলায় এনআরসি হবে না, অভয়বাণী

তিনি ফের একবার বললেন, বাংলায় এনআরসি হবে না। বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির পাশাপাশি রাজ্যের মানুষকে বিভেদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তিনি নাম না করে এআইএমআইএম-এর নাম না করে অভিযোগ করেন, ভিনরাজ্যের একটি দল বিজেপির দালাল হয়ে এসে এ রাজ্যে উত্তাপ ছড়াচ্ছে।

জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 'ব্রাত্য'! হেভিওয়েট নেতার কথায় জল্পনা তুঙ্গেজেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 'ব্রাত্য'! হেভিওয়েট নেতার কথায় জল্পনা তুঙ্গে

English summary
Mamata Banerjee attacks Asaduddin Owaisi as BJP’s agent without his name. She says the BJP’s agent comes from Hyderabad,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X