For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে ৩৪ আইএএস অফিসারকে তলব কমিশনের, মুখ্যমন্ত্রী মমতার ‘একতরফা’ হুঙ্কার

ডিসেম্বরে অনুষ্ঠিত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে বাংলা থেকে ৩৪ জন আইএএস কর্তাকে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

ডিসেম্বরে অনুষ্ঠিত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে বাংলা থেকে ৩৪ জন আইএএস কর্তাকে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে 'একতরফা' ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে ফের সংঘাতে জড়ালেন।

বাংলা থেকে ৩৪ আইএএস অফিসারকে তলব কমিশনের, মমতার ‘একতরফা’ হুঙ্কার

সরকারি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে নির্বাচনের জন্য ৪১ জন আধিকারিকের একটি তালিকা প্রকাশ করেছে। তাঁদেরকে ৩১ অক্টোবর দিল্লিতে বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ৪১ জনের মধ্যে ৩৪ জনই রাজ্যের আইএএস অফিসার। একসঙ্গে এত সংখ্যক অফিসারকে ছাড়া কোনও রাজ্যে সরকারের পক্ষেই সম্ভব নয় বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন দু-মাস আগে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে পর্যবেক্ষক হিসাবে মোতায়েনের জন্য ৯০ জন আইএএস আধিকারিককে চেয়েছিল। তখন রাজ্য সরকার ১১ জন আইএএস আধিকারিকের একটি তালিকা পাঠিয়েছিল। তার মধ্যে চার আধিকারিককে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসাবে মোতায়েন করা হয়েছিল।

বাকি সাত আধিকারিককে ঝাড়খণ্ডে ডিউটির জন্য বেছে নেওয়া হয়েছিল। বিনা অনুমতিতে এত সংখ্যক আধিকারিককে বাছাইয়ের সিদ্ধান্ত রাজ্য সরকার ভালোভাবে নেয়নি। এই মর্মে একটি তালিকা প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর দফতরে। শুক্রবার উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী ফিরে আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই বছরের শুরুর দিকে লোকসভা নির্বাচনের সময় থেকেই বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ থমকে ছিল। লোকসভা নির্বাচনের সময়, সারা দেশে মডেল আচরণবিধি ছিল এবং পোল প্যানেলের সিদ্ধান্তে লড়াই করা রাজ্যের পক্ষে কঠিন ছিল। এখন পরিস্থিতি ভিন্ন। রাজ্য সরকার বিকল্প নাম না পাঠিয়ে ৩১ অক্টোবর প্রশিক্ষণে নাও পাঠাতে পারে।

আদিত্য মুখ্যমন্ত্রী, ফড়নবিশ তাঁর ডেপুটি! শিবসেনার বায়নায় গভীর সংকটে বিজেপিআদিত্য মুখ্যমন্ত্রী, ফড়নবিশ তাঁর ডেপুটি! শিবসেনার বায়নায় গভীর সংকটে বিজেপি

English summary
Mamata Banerjee appears on collision against Election Commission on calling of 34 IAS officers. 34 IAS officers called from Bengal as observers in the Jharkhand assembly polls,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X