For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ভ্যাকসিনের জন্য ১০০ কোটির ফান্ড, করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, বললেন মমতা

রাজ্যে করোনার (coronavirus) ভ্যাকসিন (vaccine) সংগ্রহের জন্য ১০০ কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। এদিন নির্বাচনী প্রচারের ফাঁকে মালদহে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamat

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনার (coronavirus) ভ্যাকসিন (vaccine) সংগ্রহের জন্য ১০০ কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। এদিন নির্বাচনী প্রচারের ফাঁকে মালদহে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পাশাপাশি তিনি জানিয়েছেন, লকডাউন কোনও সমস্যার সমাধান নয়।

রাজ্যে আক্রান্ত ও বেডের পরিসংখ্যান

রাজ্যে আক্রান্ত ও বেডের পরিসংখ্যান

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে রাজ্যে আক্রান্ত ও বেডের পরিসংখ্যান দেন। তিনি জানান এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭৯৩ জন। এঁদের মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন ৩৮৮৮ জন। বাকিরা রয়েছেন বেসরকারি হাসপাতালে। তিনি বলেন, রাজ্যে বেডের সংখ্যা দিন কয়েকের মধ্যেই ১১ হাজার থেকে বেড়ে ১৩ হাজার হয়ে যাবে। পরিস্থিতির মোকাবিলায় এবার আরও বেশি সংখ্যক বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিন চারদিনের মধ্যে সাড়ে চারহাজার বেড বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী সোমবার করা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, রাজ্যে করোনা সেকেন্ড ওয়েভের মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।

 অক্সিজেনের অভাব আছে

অক্সিজেনের অভাব আছে

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে অক্সিজেনের অভাব রয়েছে। অক্সিজেন মজুত করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পিজির ১৭ জন চিকিরসককে নিয়ে স্যাটেলাইট কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হয়েছে।

ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে ৯৩ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আরও ১ কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে। সেগুলি দিতে দিতেই পরবর্তী ভ্যাকসিন চাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে ১ মে থেকে ১৮ বছরের ওপরে সবার জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলেও, ভোটের কারণে রাজ্যে তা শুরু হবে ৫ মে থেকে।

রাজ্যে ভ্যাকসিনের জন্য ১০০ কোটির ফান্ড

রাজ্যে ভ্যাকসিনের জন্য ১০০ কোটির ফান্ড

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, রাজ্যে আপাতত ভ্যাকসিন কিনতে ১০০ কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। রাজ্যের মানুষকে আতঙ্কিত না হয়ে মানবিক হওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, লকডাউন কোনও সমস্যার সমাধান নয়। মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন নাইট কার্ফুও কোনও সমস্যার সমাধান নয়।
দুদিন আগেও মুখ্যমন্ত্রী একই জায়গায় সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি সাংবাদিক সম্মেলন করছেন। কোনও রাজনৈতিক বৈঠক নয় বলেও জানিয়েছিলেন তিনি।

মোদীর সঙ্গে গোপন বৈঠকের পরেই চুপ ইডি, বিস্ফোরক অভিযোগের পর মমতাকে চ্যালেঞ্জ করে তিন বাণ অধীরেরমোদীর সঙ্গে গোপন বৈঠকের পরেই চুপ ইডি, বিস্ফোরক অভিযোগের পর মমতাকে চ্যালেঞ্জ করে তিন বাণ অধীরের

English summary
Mamata Banerjee announces to make Rs 100 crore fund on Corona vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X