For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় চালু হবে প্ল্যানিং কমিশন, নেতাজির পথে রাজ্য চালানোর ঘোষণা মমতার

বাংলায় চালু হবে প্ল্যানিং কমিশন, নেতাজির পথে রাজ্য চালানোর ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

নেতাজি শুধু বাংলার নয়, তিনি ভারত তথা সারা বিশ্বের। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথেই চলবে বাংলা। তাই বাংলায় প্ল্যানিং কমিশন তৈরি করা হচ্ছে। নেতাজির ১২৬তম জন্মজয়ন্তীতে সেই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি বাংলায় নেতাজির নামে আরও একটি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার কথা জানান।

বাংলায় চালু হবে প্ল্যানিং কমিশন, নেতাজির পথে রাজ্য চালানোর ঘোষণা মমতার

নেতাজির মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্রের এই সরকার এসে। দেশ থেকে সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়। এই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক। বিজেপি সরকার দেশের বুক থেকে প্ল্যানিং কমিশন তুলে দিলেও নেতাজি প্ল্যানিং কমিশন চালু করবে বাংলা। নেতাজির দেখানো পথেই চলবে বাংলা। নেতাজির জন্মজয়ন্তীতে ঘুরিয়ে সেই বিজেপিকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, বাংলা নবজাগরণের পীঠস্থান। সেই পীঠস্থানকে অবজ্ঞা করা যাবে না। মনে রাখতে হবে বাংলার মাটি ছিল নেতাজির পবিত্র ধরণী, দেশের মাটি তাঁর কর্মতরণী, আর সারা পৃথিবী তাঁর বিশ্ববরণী। তাই নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন চালু হবে বাংলায়। বাংলায় নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে। নেতাজির নামে আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি আজাদি হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরির কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, জয়হিন্দ বাহিনী গড়ে তোলার কথা। বাংলার স্কুল-কলেজে জয়হিন্দ বাহিনী গড়ে তোলা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে বসালেই সম্মান জানানো হয় না। এই সরকার বলেছিল ক্ষমতায় এসেই নেতাজি মৃত্যু রহস্য উদ্ঘাটন করবে। কিন্তু আজও নেতাজি মৃত্যু রহস্যের উদ্ঘাটন হল না। নেতাজি অন্তর্ধান রহস্যের কিনারা হল না।

এদিন প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি ট্যাবলো বাতিল নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতাজির ট্যাবলো কেন্দ্র বাতিল করলেও প্রজাতন্ত্র দিবসে সেই ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হবে। বাংলা সেই ট্যাবলোকে বরণ করে নেবে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

মমতা বলেন, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু দেশপ্রেমের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না। সব চক্রান্তের জাল কেটে স্বাধীনতার ইতিহাসকে রক্ষা করতে হবে। পাঠ্যপুস্তকে দেশপ্রেমের ইতিহাস আরও বেশি করে পড়ানো দরকার। স্বাধীনতা আন্দোলনের সব তথ্য ডিজিটাইল করার কাজ চলছে।

মমতা বলেন, ওয়ার মেমোরিয়াল নিয়ে রাজনীতি হচ্ছে। সেই রাজনীতি বন্ধ হওয়া দরকার। একটা শ্রেণি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে স্বাধীনতা সংগ্রাম নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু বাংলা ভুল বুঝবে না। বাংলার স্বাধীনতার ইতিহাস ভোলা যাবে না।

English summary
Mamata Banerjee announces to build planning commission that made by Netaji Subhas Chandra Basu,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X