For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা, আঞ্চলিক ভাষাকেও স্বীকৃতি প্রদান মমতার

বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা, আঞ্চলিক ভাষাকেও স্বীকৃতি প্রদান মমতার

  • |
Google Oneindia Bengali News

বাংলা মাতৃভাষা, কিন্তু তা বলে অন্য ভাষাকে অবজ্ঞা নয়। হিন্দি দিবসে জাতীয় ভাষা হিন্দি-সহ অন্যান্য আঞ্চলিক ভাষার উপরও গুরুত্ব দিল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ঘোষণা করেন, আমরা বাংলার পাশাপাশি হিন্দি, উর্দু, অলচিকি, গুর্মুখী, রাজবংশী, কামতাপুরী, কুরুখ প্রভৃতি ভাষাকে স্বীকৃতি দিয়েছি।

কোনও ভাষাকে আমরা অবজ্ঞা করি না

কোনও ভাষাকে আমরা অবজ্ঞা করি না

মমতা বলেন, আমরা আগেই বুঝিয়ে দিয়েছি কোনও ভাষাকে আমরা অবজ্ঞা করি না। আমরা সর্বদা বৈচিত্রের মধ্যে ঐক্য খুঁজি। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গিয়েছেন বৈচিত্রের মাঝে ঐক্যের ভাবনা। রবীন্দ্রনাথের সেই ভাবনার আঙ্গিকে আমরা বাংলা ছাড়াও অন্যান্য ভাষা নিয়ে কাজ করছি।

বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা

বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি অ্যাকাডেমি গঠনের কথা ঘোষণা করেন। বিভিন্ন ভাষায় সাহিত্য চর্চা নিয়ে তিনি উৎসাহিত করেন। যে সমস্ত ভাষা বাদ পড়ল, সেইসবও যোগ করার বার্তা দেন তিনি। একইসঙ্গে তিনি ঘোষণা করেন বাংলায় মহা তীর্থভূমি মহা পুণ্যভূমি তৈরি হবে।

পুরোহিত ভাতা ও আবাস যোজনার ঘর

পুরোহিত ভাতা ও আবাস যোজনার ঘর

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুরোহিত ভাতা ঘোষণা করেন। রাজ্যের ৮০০০ পুরোহিতকে এক হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য। নবান্নে মমতা ঘোষণা করেন সনাতনী ব্রাহ্মণরা পুজোর মাস থেকেই ভাতা পাবেন। সেইসঙ্গে বাংলার আবাস যোজনায় ঘরও পাবেন পুরোহিতরা।

করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়েও সতর্কতা

করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়েও সতর্কতা

এদিন করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়েও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনায় আমাদের বাংলায় মৃত্যু হার মাত্র ১.৯৪ শতাংশ। আর সুস্থতার হার ৮৬.৪০ শতাংশ। আমরা করোনার মোকাবিলা করছি সঠিকভাবেই। তবে করোনার মধ্যে আবার ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই আমাদের সাবধান থাকতে হবে।

লক্ষ্য একুশের ভোট, অঙ্ক কষেই হিন্দি ও বাংলা নিয়ে ময়দানে নামলেন মমতা লক্ষ্য একুশের ভোট, অঙ্ক কষেই হিন্দি ও বাংলা নিয়ে ময়দানে নামলেন মমতা

English summary
Mamata Banerjee announces to build Hindi academy in West Bengal before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X