For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যবসায় অর্থ সাহায্য দেবে সরকার, ৫০ হাজারই ৫০ লক্ষ হবে, বার্তা মমতার

প্রাণনাশের আতঙ্ক নিয়ে রাজ্যের বাইরে পড়ে থাকার কোনও দরকার নেই। আমাদেরসরকারের যেমন সামর্থ, তেমন কাজের ব্যবস্থা করব আমরা।

  • |
Google Oneindia Bengali News

ফের ভিনরাজ্যে কর্মরত ছেলে-মেয়েদের রাজ্যে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়া জনসভা থেকে তিনি বার্তা দেন, 'রাজ্য সরকার আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আপনারা ফিরে আসুন। প্রাণনাশের আতঙ্ক নিয়ে রাজ্যের বাইরে পড়ে থাকার কোনও দরকার নেই। আমাদের সরকারের যেমন সামর্থ, তেমন কাজের ব্যবস্থা করব আমরা। মনে রাখবেন- কোনও কাজই ছোট নয়।'

ব্যবসায় অর্থ সাহায্য দেবে সরকার, ৫০ হাজারই ৫০ লক্ষ হবে, বার্তা মমতার

[আরও পড়ুন:বড় বড় কথা বন্ধ করুন দিল্লির নেতারা, মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি মমতার][আরও পড়ুন:বড় বড় কথা বন্ধ করুন দিল্লির নেতারা, মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি মমতার]

মমতা এদিন বলেন, 'প্রত্যেককে আমরা ৫০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সেজন্য চেক-ক্যাম্পও আমরা তৈরি করছি।' এই ৫০ হাজার টাকা দিয়ে ছোটোখাটো কোনও ব্যবসা করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ওই ৫০ হাজার টাকা হয়তো বিশাল কিছু নয়, কিন্তু ৫০ হাজার টাকাই একদিন ৫০ লক্ষ টাকা হবে। মন দিয়ে ব্যবসা করুন। একটা চা দোকান থেকে শুরু করেই বড় ব্যবসায়ী হওয়া যায়।'

এ প্রসঙ্গে তিনি বলেন, 'কোনও কাজকেই ছোট করে দেখতে নেই। আমাকে কেউ যদি বলে বাসন মাজতে, আমি করতে রাজি আছি। কেন ঘৃণা করব? কারণ আমিও বাসন মাজি। ঘর পরিষ্কার করি। নিজের কাজ নিজে করি। কোনও লজ্জা নেই নিজের কাজ নিজে করতে।'

এ প্রসঙ্গে আমেরিকার উদাহারণ তুলে ধরেন তিনি। বলেন, 'আমেরিকায় এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেয় না, নিজেকে গড়িয়ে খেতে হয়। তাহলে এখানে কেন অপরের উপর নির্ভর করবেন। কোনও কাজকেই ছোট মনে করবেন না।'
মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে আমাদের সরকার আসার পর ৮১ লক্ষ চাকরি দেওয়া হয়েছে। শুধু জঙ্গলমহলেই চাকরি পেয়েছে ৪০ হাজার মানুষ। আমাকে কাজ করতে দিন আরও কর্মসংস্থান হবে। আমার উপর ভরসা রাখুন। আমরা বড় বড় কথা বলি না, যা বলি তা করে দেখাই।'

এদিন বিগত বাম সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আগের সরকারের মতো আমি ডম্বুররে ফুল নই। আমি বারবার আপনাদের কাছে ছুটে আসি। আপনাদের সঙ্গে কথা বলি। আপনাদের যদি কোনও সমস্যা থাকে আমাকে শুধু ছোট্ট একটা চিরকূটে লিখে পাঠিয়ে দেবেন, কিংবা আমার হাতে দেবেন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চিরকাল আপনারা পাশে পাবেন আমাকে।'

English summary
Mamata Banerjee announces workers will get financial assistance when they return to West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X