For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কন্যাদের নয়া ‘শ্রী’ চালু এপ্রিলেই, পঞ্চায়েতের আগেই মাত করতে চাইছেন মমতা

‘কন্যাশ্রী’র পর এবার ‘রূপশ্রী’দের বিশ্বের দরবারে তুলে ধরার প্রক্রিয়া শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের 'কন্যাশ্রী'দের জন্য আরও একটি উপহার আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের পড়াশোনার পর ন্যূনতম ১৮ বছর বয়স হলে বিয়ের জন্য ২৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। 'কন্যাশ্রী'র পর এবার 'রূপশ্রী'দের বিশ্বের দরবারে তুলে ধরার প্রক্রিয়া শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকেই রাজ্যের এই নয়া প্রকল্প চালু হয়ে যাবে বলে দক্ষিণ দিনাজপুরের সভায় ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কন্যাদের নয়া ‘শ্রী’ চালু এপ্রিলেই, ঘোষণা মমতার

কন্যাশ্রীদের 'রূপশ্রী'র আওতায় এনে রাজ্যে আরও একটি চমকপ্রদ প্রকল্প চালু করতে চলেছেন তৃণমূল সরকার। পঞ্চায়েতের আগে ২০১৮-র রাজ্য বাজেটে এই বড় চমক দিয়েছিলেন তিনি। আর এপ্রিল মাসেই তা শুরু করে দিয়ে আরও বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের শুধু স্কুলমুখী করেই তিনি ক্ষান্ত নন, এবার মেয়েদের বিয়ের জন্যও কন্যাদায়গ্রস্ত বাবা-মায়ের পাশে দাঁড়ানোর অঙ্গিকারও নিলেন মুখ্যমন্ত্রী।

কন্যাদের নতুন 'শ্রী' রূপশ্রী প্রকল্পের আওতায় মিলবে বিয়ের অনুদান। মুখ্যমন্ত্রী বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় ফের জানিয়ে দেন, যাঁদের বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার নিচে, তাঁদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এককালীন ২৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। বিবাহযোগ্যা দরিদ্র পরিবারের মেয়েরাই পাবেন এই টাকা। ১৮ বছর বয়সের পর বিয়ের যোগাযোগ হলে বাবা-মা আবেদন করতে পারবেন এই টাকা পাওয়ার জন্য। এদিন ফের তিনি স্পষ্ট করে দিয়েছেন কন্যাশ্রী ও রূপশ্রী দুটি আলাদা প্রকল্প।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। সেরার শিরোপাও কেড়ে এনেছে ৬২টি দেশের ৫৪২টি প্রকল্পকে হারিয়ে। এবার সেই কন্যাশ্রীর ঢঙেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি প্রকল্প চালু করলেন রাজ্যে। রাজ্যের ১৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ লক্ষেরও বেশি ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছে বিদেশের মঞ্চ থেকে। এবার রূপশ্রীকে বিশ্বের দরবারে স্বীকৃতি আদায়ের প্রয়াস শুরু হল।

এবার বাজেটে রূপশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। আর কন্যাশ্রী প্রকল্পেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকার ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে আগামী আর্থিক বছরে। এই প্রকল্পে বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হচ্ছে। তাও চালু হবে এপ্রিল থেকে।

English summary
Mamata Banerjee announces that Rupashree project will run from month April of 2018. Daughter of wst Bengal will get this grant for marriage over 18 years old.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X