উদ্বৃত্ত অর্থে হবে নব-উন্নয়ন, বছর শেষের মূল্যায়ন বৈঠকে ঘোষণা মমতার
বছর শেষের মূল্যায়ন বৈঠকে রাজ্যের জন্য বরাদ্দ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'শুধু বরাদ্দ অর্থেই নয়, এবার উন্নয়ন হবে উদ্বৃত্ত অর্থেও। অর্থাৎ বিভিন্ন প্রকল্পে যে অর্থ বরাদ্দ হয়, সবসময় তা সম্পূর্ণ খরচ হয় না, সেখান থেকে উদ্বৃত্ত অর্থও এবার নতুন প্রকল্প উন্নয়নে কাজে লাগানো হবে।'
এদিন মূল্যায়ন বৈঠকে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন:এবার হাত ভেঙে দেওয়ার নিদান দিলেন মন্ত্রী, অনুব্রতর ঢঙেই হুঙ্কার অরূপের]
তিনি বলেন, '৪০ হাজার কোটি টাকার দেনা শোধ করেও রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে। কেন্দ্রের কাছ থেকে এখনও আমাদের প্রায় ১৩ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প খাতে এই টাকা পাওনা। সেই টাকা এখনও দিচ্ছে না কেন্দ্র।'
এদিন নাম না করেও কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ওরা মুখে বলে, আমরা কাজে করে দেখাই। সেই লক্ষ্যেই রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ কীভাবে অন্য প্রকল্পে খরচ করা যায়। মূল্যায়ন বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, উদ্বৃত্ত অর্থে রাস্তা ও পানীয় জল প্রকল্পের কাজ হবে।'
বিভিন্ন প্রকল্পের কাজে মনিটরিংয়ের লক্ষ্যে জেলাশাসকের নেতৃত্বে এদিন নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে এদিনই ই-অফিস চালু করার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'আগামী ২ জানুয়ারি থেকে ই-অফিস চালু হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' মুখ্যমন্ত্রী বলেন, 'কাজে স্বচ্ছতা ও দ্রুততার জন্যই ডিজিটাইজেশন চাই আরও বেশি করে। সেই লক্ষ্যেই এগোচ্ছে তাঁর সরকার।'
এদিন সেফ ড্রাইভ সেভ লাইভ-এর সাফল্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা। তিনি বলেন, 'এই প্রকল্পের জন্যই দুর্ঘটনার হার কমেছে ১৬ শতাংশ। মৃত্যুর হার কমেছে ১৩ শতাংশ। আর আহতের হার কমেছে সাড়ে ১২ শতাংশ। আমার পরিবহণ সচিব আমাকে রিপোর্ট করেছেন, আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সুপ্রিম কোর্টেও প্রশংসিত হয়েছে।' তিনি সাবধান করেন, 'এই সময় কুয়াশার জন্য দুর্ঘটনা বেশি করে ঘটে থাকে। আমাদের আরও সতর্ক হতে হবে। সাফল্য ধরে রাখতে প্রচার চালাতে হবে বেশি করে।'