For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন বাড়ছে কলেজ-শিক্ষকদের, ‘কল্পতরু’ মমতা একে একে শোনালেন আরও সুখবর

কলেজের আংশিক সময়ের শিক্ষকদের জন্যও কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার কলেজের পার্টটাইম শিক্ষকদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।

Google Oneindia Bengali News

কলেজের আংশিক সময়ের শিক্ষকদের জন্যও কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার কলেজের পার্টটাইম শিক্ষকদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কলেজে আংশিক সময়ের সমস্ত শিক্ষকদের জন্যই এই বর্ধিত বেতন বলবৎ থাকবে।

কলেজ শিক্ষকদের বেতনক্রম

কলেজ শিক্ষকদের বেতনক্রম

হাওড়ার শরৎ সদনে এদিন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়া। সেই বৈঠকে মমতা বলেন, এখন থেকে পার্টটাইম, কন্ট্রাকচুয়াল হোলটাইম, গেস্ট লেকচারার- সবাইয়ের জন্যই বেতন ক্রম চালু হচ্ছে। সবাইকে ‘স্টেট এডেড কলেজ টিচারে'র মর্যাদা দেওয়া হচ্ছে। সেইমতো বেতন কাঠামো নিরূপণ হচ্ছে।

কোন যোগ্যতায় কত বেতন

কোন যোগ্যতায় কত বেতন

মমতা বলেন, ইউজিসিজ-র চাহিদামতো যোগ্যতা থাকলে অভিজ্ঞতার ভিত্তিতে যথাক্রমে ৩০ ও ২৬ হাজার টাকা বেতন পাবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে ৩০ হাজার টাকা, ১০ বছরের কম অভিজ্ঞরা ২৬ হাজার টাকা বেতন পাবেন। যাঁদের যোগ্যতা নেই, তাঁরা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা, ১০ বছরের কম কাজ করলে ১৫ হাজার টাকা বেতন পাবেন।

দেওয়া হবে পে প্রোটেকশন

দেওয়া হবে পে প্রোটেকশন

একইসঙ্গে মমতা বলেন, যাঁরা এখনও ওই টাকার থেকে বেশি বেতন পান, তাঁদের পে প্রোটেকশন দেওয়া হবে। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার কলেজের এই অধ্যাপকরা ব্যাঙ্ক থেকে ঋণের সুবিধাও পাবেন। এখানেই শেষ নয়, কলেজের আংশিক সময়ের শিক্ষকদের জন্য আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্র্যাচুইটিও বাড়ছে শিক্ষকদের

গ্র্যাচুইটিও বাড়ছে শিক্ষকদের

মমতা জানিয়েছেন, শিক্ষকদের অবসরের সময়ে গ্র্যাচুইটির টাকাও বাড়ানো হচ্ছে। এতদিন অবসরের সময়ে এক লক্ষ টাকা করে পেতেন শিক্ষকরা। এবার থেকে সেই এক লক্ষ টাকা বেড়ে হচ্ছে তিন লক্ষ টাকা। অর্থাৎ গ্র্যাচুইটি এক লহমায় বৃদ্ধি করা হচ্ছে তিনগুণ।

প্রতি বছর ইনক্রিমেন্ট

প্রতি বছর ইনক্রিমেন্ট

সেইসঙ্গে ইনক্রিমেন্টেও আসছে বিশেষ সুবিধা। এতদিন তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়ত কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের। এবার থেকে প্রতি বছরই নিয়ম করে হবে ইনক্রিমেন্ট। শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হবে।

সরকারি নিয়ম মেনে ক্লাস

সরকারি নিয়ম মেনে ক্লাস

একইসঙ্গে মমতা স্পষ্ট করে দিয়েছেন, এখন থেকে সরকারি নিয়ম মেনে ক্লাস নিতে হবে। কোনও কলেজ সরকারের অনুমতি ভিন্ন শিক্ষক নিয়োগ করতে পারবে না। সরকার অনুমতি দিলে তবেই আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে। তবে এদিন ঘোষণায় স্পষ্ট নয় আংশিক সময়ের শিক্ষকদের বর্ধিত বেতন কলেজ তহবিল থেকে দওয়া হবে, নাকি সরকার আলাদা করে দেবে।

[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

English summary
Mamata Banerjee announces salary increment for college teacher. She decides this from review meeting of Howrah,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X