For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন বাড়ছে সরকারিকর্মীদের, বাড়ছে গ্র্যাচুইটিও! কী কী পদক্ষেপ মমতার, একনজরে

রাজ্য সরকারি কর্মীদের জন্য কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর তিনি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারি কর্মীদের জন্য কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর তিনি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। ক্ষোভের আগুন প্রশমিত করতে তৃণমূল শ্রমিক সংগঠনের সভায় গিয়ে ষষ্ঠ বেতন কমিশনের সুপারশ কার্যকর করার বার্তা দিলেন। নিজেই ঘোষণা করলেন এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন করা হল ১৭,৯৯০ টাকা ।

ষষ্ঠ বেতন কমিশন ১ জানুয়ারি থেকে!

ষষ্ঠ বেতন কমিশন ১ জানুয়ারি থেকে!

মমতা বলেন, তাঁর সরকার কথা দিলে কথা রাখে। তিনি এদিন বলেন, পে কমিশন রিপোর্ট দিলে পদক্ষেপ নেব। এবং সুপারিশ মেনেই কাজ করবে। আর এই ষষ্ঠ বেতন কমিশন ১ জানুয়ারি থেকে কার্যকর করার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন।

কত বাড়ছে ন্যূনতম বেসিক

কত বাড়ছে ন্যূনতম বেসিক

মমতা বলেন, এই সুপারিশ কার্যকর হলে বাড়তি ১০ হাজার টাকা খরচ হবে। গ্র্যাচুইটির সর্বোচ্চসীমা ৬ লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, যাদের বেসিক বেতন ছিল ১০০ টাকা। তারা ডিএ যুক্ত করে পেতেন ১২৫ টাকা। এবার ডিএ ও পে কমিশন কার্যকর হয়ে গেলে ন্যূনতম বেসিক পে হত ২৫৭ টাকা।

আমি কম দেব না, ভরসা রাখুন,

আমি কম দেব না, ভরসা রাখুন,

এতদিন বেসিক পে ছিল সাত হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ এক লপ্তে বেতন বাড়ছে ১০ হাজার ৯৯০ টাকা। মমতা বলেন, এছাড়া মেডিকেল, হাউস রেন্ট, এইচআরএ আমার উপর ছেড়ে দিন। আমি কম দেব না। আমার উপর ভরসা রাখুন, মা-মাটি-মানুষের সরকারের উপর ভরসা রাখুন।

ডিএ বার্তা মমতার

ডিএ বার্তা মমতার

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বাম আমলে মাত্র ৩৫ শতাংশ ডিএ বেড়েছে ৩৪ বছরে। আর আমরা ৮ বছরেই ৯৩ শতাংশ ডিএ দিয়ে দিয়েছি। তারপর সরকারি কর্মীদের তিনি মনে করিয়ে দেন, প্রতি বছর কিন্তু আপনাদের বেতন বাড়ে। এরপরই মমতা জানতে চান, সবাই খুশি তো! আনন্দের কলরোল পড়ে যায় গোটা হাউসে। এদিন সাংবাদিকদের জন্যও বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেন মমতা।

English summary
Mamata Banerjee announces how many increment of salary for employees. She announces to execute pay commission and The salary will be increased more than double.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X