For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটি বাড়ছে রাজ্য সরকারিকর্মীদের, একই দিনে জোড়া সুখবরে পুজোর ‘উপহার’ মমতার

শুধু বেতন বৃদ্ধিই নয়, একই দিনে আরও একটি সুখবর দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন টানা ১৪ দিনের ছুটি। এবার পুজোয় ছুটি্র এই উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

শুধু বেতন বৃদ্ধিই নয়, একই দিনে আরও একটি সুখবর দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার একটানা ১৪ দিনের পুজোর ছুটি। এবার পুজোয় ছুটি্র এই উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা। মমতা বলেন, আগে কোনও সরকার ভাবেনি এভাবে। আমরা ভাবি, আপনারও একটা পরিবার আছে।

ছুটি বাড়িয়ে টানা ১৪ দিন

ছুটি বাড়িয়ে টানা ১৪ দিন

মমতা বলেন, আমাদের সরকার সরকারি কর্মীদের জন্য এই ছুটি ঘোষণা করেছে কারণ, আমরা চাই সরকারি কর্মীরাও পরিবার নিয়ে ছুটি কাটিয়ে আসুন কোথা থেকে। তিনি বলেন, আগে চারদিন পুজোর ছুটি পেতেন সরকারি কর্মীরা। আর আমাদের সরকার ছুটি বাড়িয়ে টানা ১৪ দিন করে দিয়েছে এবার।

কেন ছুটি বাড়ালেন মমতা

কেন ছুটি বাড়ালেন মমতা

এরপর মমতার প্রশ্ন করেন কেন ছুটি বাড়ালাম? কারণ আমরা ভেবেছি, সরকারি কর্মীদেরও একটা পরিবার আছে, তাঁদেরও শখ আহ্লাদ আছে। তাঁরা যাতে ঘুরে আসতে পারে কোথাও থেকে তাই তাঁর এই ভাবনা। আমি হলপ করে বলতে পারি, আমাদের রা্জ্যের মতো ছুটি বা সুযোগ-সুবিধা কোথাও পাওয়া যায় না।

কবে ছুটি শুরু, কবে শেষ

কবে ছুটি শুরু, কবে শেষ

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার সরকারি কর্মীরা পুজোর ছুটি পাবেন ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। তার আগে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। তারপর দিন পঞ্চমীতে ছুটি দেওয়া হয়েছে এবার। আর পুজোর পরও দুদিন ছুটি দেওয়া হয়েছে। ১৩ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপুজোর পর ১৪ ও ১৫ অক্টোবরও ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্বাসযোগ্যতা হারাতে রাজি নই

বিশ্বাসযোগ্যতা হারাতে রাজি নই

এদিন কেন্দ্রের বিজেপি সরকারকেও পরোক্ষে নিশানা করেন মমতা। তিনি বলেন, আমি সব হারাতে রাজি, কথা হারাতে, বিশ্বাসযোগ্যতা হারাতে রাজি নই। যতটা বলি, ততটাই করি। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পর পালিয়ে যাব- এমন মনোভাব নেই। ভোটের জন্য ভাঁওতা দেওয়া পছন্দ করি না। তিনি বলেন, একদিন দেখবেন ব্যাঙ্কটাই থাকবে না। খালি একটা অ্যাপস ঘুরে বেড়াবে। তারপর দেখবেন, ওই অ্যাপস আর খুলছে না। তখন কোথায় যাবেন?

English summary
Mamata Banerjee announces holiday for Puja during 15 days. She also gives good news of increment of salary for employees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X