For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ঘটনাকে দুঃখজনক ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন। সেইসঙ্গে জানালেন, এই ব্রিজ বিপর্যয়ের পিছনে কারও গাফিলতি থাকলে, তা রেয়াত করা হবে না।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ঘটনাকে দুঃখজনক ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন। সেইসঙ্গে জানালেন, এই ব্রিজ বিপর্যয়ের পিছনে কারও গাফিলতি থাকলে, তা রেয়াত করা হবে না। মঙ্গলবার দুর্ঘটনার পর পাহাড় থেকেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। কমিটিও গঠন করা হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে।

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

রাজ্যপাল ইতিমধ্যেই সরেজমিনে তদন্ত করে আঙুল তুলেছেন রাজ্যের পূর্ত দফতরের দিকে। রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল বলেই অভিযোগ তুলেছেন বিরোধীরাও। আর এই প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, গাফিলতি থাকলে, যে-ই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে মাঝেরহাট ব্রিজ বিপর্যয়-কাণ্ডে।

[আরও পড়ুন: কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে][আরও পড়ুন: কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে]

[আরও পড়ুন:'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ][আরও পড়ুন:'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ]

[আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ][আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ]

[আরও পড়ুন: মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ][আরও পড়ুন: মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ]

মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ বিপর্যয়ের ঘটনায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়ার ক্ষয়ক্ষতি বহন করবে রাজ্য সরকার। তিনি এদিন রাতেই কলকাতায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু ফেরার বিমান না থাকায় তিনি রাতে ফিরতে পারছেন না, সকালেই তিনি ফিরবেন কলকাতায়।

[আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের][আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের]

[আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ][আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ]

[আরও পড়ুন:কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর][আরও পড়ুন:কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর]

তিনি পাহাড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাতের মধ্যেই উদ্ধারকার্য সম্পূর্ণ হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ পেয়ে সারা রাত কাজ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায় উপস্থিত থেকে সমস্ত কাজের তদারকি করছেন। পাহাড়ে বসেই নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রীও।

[আরও পড়ুন: ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ][আরও পড়ুন: ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ]

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ]

[আরও পড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত][আরও পড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত]

English summary
CM Mamata Banerjee announces compensation in Majherhat Bridge accident. She also orders to investigeate and builds a committee in leadership of Chief Secretary,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X