For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের তালিকায় প্রাধান্য পেলেন কারা, বিজেপিকে ঘায়েল করতে দুই ‘অস্ত্র’ প্রয়োগ মমতার

তৃণমূলের তালিকায় প্রাধান্য পেলেন কারা, বিজেপিকে ঘায়েল করতে দুই ‘অস্ত্র’ প্রয়োগ মমতার

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। ২৯৪ আসনের মধ্যে এবার ২৯১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন। এবং সেইসঙ্গে তিনি বুঝিয়ে দিলেন এবার তাঁর সৈনিক হতে চলেছেন কারা। আর কোন অলস্ত্র প্রয়োগ করে তিনি একুশের নির্বাচনে হারানোর পরিকল্পনা করেছেন বিজেপিকে।

গ্ল্যামার আর নতুন মুখে ভরসা মমতার

গ্ল্যামার আর নতুন মুখে ভরসা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার একুশের প্রার্থী ঘোষণা করে জানিয়ে দিলেন, কোন অস্ত্র তিনি ঘায়েল করবেন বিজেপি। এটা কোনও নতুন মডেল নয়, সেই পুরনো মডেলেই বিজেপিকে ঘায়েল করে হ্যাটট্রিকের লড়াউয়ে নামছেন মমতা। ভরসা করছেন গ্ল্যামার আর নতুন মুখের উপর। আর জোরে দিয়েছেন স্বচ্ছতায়।

ভোট বৈতরণী পার করতে স্বচ্ছতায় জোর

ভোট বৈতরণী পার করতে স্বচ্ছতায় জোর

এদিন ২৯১ জন প্রার্থী ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তিনি স্বচ্ছতাকে জোর দিয়েই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। তা করতে গিয়ে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন নতুন মুখ এবং গ্ল্যামারের প্রতি। গ্ল্যামার জগতের বহু মুখকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

তারুণ্যের উপর জোর তৃণমূলের তালিকায়

তারুণ্যের উপর জোর তৃণমূলের তালিকায়

সদ্য রাজনীতিতে পা দেওয়া রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, লাভলি মিত্র, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি থেকে শুরু করে প্রার্থী করা হয়েছে মনোজ তিওয়ারিকে। সোহম চক্রবর্তী, সুজাতা মণ্ডল খাঁ, বীরবাহা হাঁসদাকেও প্রার্থী করেছে তৃণমূল। তারুণ্যের উপর জোর দিয়েই নির্বাচন করা হয়েছে প্রার্থী।

তৃণমূলে তারুণ্যের সঙ্গে মেলবন্ধন অভিজ্ঞতার

তৃণমূলে তারুণ্যের সঙ্গে মেলবন্ধন অভিজ্ঞতার

তবে শুধু তারুণ্য বা নতুন মুখই নয়। নয় শুধু গ্ল্যামার জগৎ। তৃণমূলের প্রার্থী তালিকায় যেমন তারুণ্যের সঙ্গে মেলবন্ধন ঘটানো হয়েছে অভিজ্ঞতার, তেমনই সমাজের সমস্ত শ্রেণির মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। গ্ল্যামার জগৎ ছাড়া ক্রীড়াক্ষেত্র, সংস্কৃতি জগতেরও বহু মুখ রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলা মুখেও।

শুভেন্দু চ্যালেঞ্জে জবাব দিয়ে মমতা নন্দীগ্রামে, অধিকারী গড়ে নিজের মনোনয়নের দিন জানালেন দিদি শুভেন্দু চ্যালেঞ্জে জবাব দিয়ে মমতা নন্দীগ্রামে, অধিকারী গড়ে নিজের মনোনয়নের দিন জানালেন দিদি

English summary
Mamata Banerjee announces candidate list with fresh and new faces in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X