For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করজোড়ে জমির ‘আবেদন’ মমতার! হাজারো পরিকল্পনায় বিকল্প রাস্তা-ব্রিজ, হবে শিল্পও

ডানকুনি-বর্ধমান-পানাগড় ফ্রেট করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তার দুধারে শিল্প তৈরি হবে। সেইসঙ্গে গঙ্গার উপর ব্রিজ তৈরির পরিকল্পনার কথাও জানান মমতা।

  • |
Google Oneindia Bengali News

ডানকুনি-বর্ধমান-পানাগড় ফ্রেট করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার পূর্ব বর্ধমানের কালনায় প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করে জানান, এই রাস্তার দুধারে শিল্প তৈরি হবে। সেইসঙ্গে গঙ্গার উপর ব্রিজ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। এজন্য করজোড়ে সহযোগিতার কথা বলেন স্থানীয়দের।

গঙ্গার উপর ব্রিজ, চাই জমি

গঙ্গার উপর ব্রিজ, চাই জমি

তিনি বলেন, ৩২০০ কোটি টাকা ব্যয়ে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। এবার কালনায় ব্রিজ হবে গঙ্গার উপর। তা করতে গেলে রাস্তার দুধারে কিছু জমির প্রয়োজন হবে। এলাকাবাসীর কাছে তিনি দাবি করেন, সবাই সহযোগিতা করুন। আপনাদের কাছে আমার নিবেদন। আমাদের সরকার জোর করে জমি অধিগ্রহণ করেন না। সব সমস্যা মিটিয়েই জমি অধিগ্রহণ করা হবে। জমির জন্য উপযুক্ত মূল্যও দেওয়া হবে। আমার শুধু আবেদন আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

নিম্ম দামোদর সংস্কারের পরিকল্পনা

নিম্ম দামোদর সংস্কারের পরিকল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নিম্ন দামোদর সংস্কারের পরিকল্পনা নিয়েছি আমরা। এর ফলে সেচের সুরাহা হবে। কৃষি কাজে আমাদের সরকার সমস্তরকম সাহায্য করেছে। কাজনা মকুব করে দিয়েছে। কৃষকদের আয়ও তিনগুণ বেড়েছে। এতেই প্রমাণিত সরকার কৃষকদের পাশে রয়েছে। তারপর সেচের ব্যবস্থা আরও সুদৃঢ় হবে নিম্ন দামোদরের সংস্কারের কাজ হলে।

তৃণমূল ১০০ শতাংশ সহযোগিতা করে

তৃণমূল ১০০ শতাংশ সহযোগিতা করে

বর্ধমান জেলায় চাষিদের স্বার্থে অনেক কাজ হয়েছে। অসংগঠিত শ্রমিকদের জন্য অনেক কাজ হয়েছে। সামাজিক বহু প্রকল্প চালু করা হয়েছে। যে কোনও না কোনও প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ পরিষেবা পাচ্ছেন। আমরা চাই মানুষের জন্য কাজ করতে, মানুষের কথা ভেবে সমস্ত পরিকল্পনা নিচ্ছে আমাদের সরকার। আমরা চাই মানুষ ভালো থাক। মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল সরকার, সহযোগিতার ১০০ শতাংশ করে।

সিপিএমকে অপ্রাসঙ্গিক-বার্তা

সিপিএমকে অপ্রাসঙ্গিক-বার্তা

তিনি এদিন সিপিএমকে কড়া বার্তা দেন। কৃষকদের নিয়ে মহামিছিলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেও সমস্ত খাজনা মকুব করা হচ্ছে। এখন জাঠার নামে রাজ্যে মিথ্যাচার করছে সিপিএম। সিপিএম তো শেষ হয়েই গিয়েছে, তাঁর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

[আরও পড়ুন:পাক অধীকৃত কাশ্মীরও ভারতের অংশ, এতদিনে স্বীকার করল চিন ][আরও পড়ুন:পাক অধীকৃত কাশ্মীরও ভারতের অংশ, এতদিনে স্বীকার করল চিন ]

সবাইকে নিয়ে চলি, স্পষ্ট বার্তা

সবাইকে নিয়ে চলি, স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট বার্তা দেন, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আমার আমলে একজনেরও চাকরি যায়নি। আমি চাই বামপন্থীরাও থাকুন, কংগ্রেসীরাও থাকুন আর যাঁরা বিজেপি করেন, তাঁরাও থাকুন। ভেদাভেদ করি না। কাজ করি মানুষের স্বার্থে। কিন্তু তা বলে কুৎসা-অপপ্রচার বরদাস্ত করব না।

[আরও পড়ুন:ব্রিগেড ভরাতে বাংলায় আসছেন স্বয়ং মোদী, মমতাকে 'চ্যালেঞ্জ' চার 'কেন্দ্র' থেকে][আরও পড়ুন:ব্রিগেড ভরাতে বাংলায় আসছেন স্বয়ং মোদী, মমতাকে 'চ্যালেঞ্জ' চার 'কেন্দ্র' থেকে]

English summary
CM Mamata Banerjee announces to build alternative road, bridge and industry also. She says this message from public meeting of Burdwan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X