For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ‘ভুল’ শুধরাতে বড় ঘোষণা মমতার

৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ‘ভুল’ শুধরাতে বড় ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

একজন দোষ করেছে বলে সবাইকে ভুল বুঝবেন না। একটা ভুল হয়ে গিয়েছে বাকি সব ঠিক কাজকেও খাটো করে দেখবেন না। সোমবার শিক্ষক দিবসে বাংলার মুখ্যমন্ত্রী 'ভুল' শুধরে নেওয়ার বার্তা দিয়ে জানালেন শীঘ্রই বাংলায় ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। শুধু একটু সময় দিন। আমরা কারও চাকরি খাইনি, আমরা নিয়োগ করতে চাই।

দুর্নীতির প্রশ্নে সিপিএমের দিকে আঙুল

দুর্নীতির প্রশ্নে সিপিএমের দিকে আঙুল

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত স্বীকার করে নেন রাজ্য শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। শিক্ষক দিবসের মঞ্চে দাঁড়িয়ে তিনি সিপিএমের দিকে আঙুল তুলে বলেন, সিপিএম আমলে কোনও কাগজ বা নথি নেই। আমরা কোনও কাগজ খুঁজে পাইনি, কোনও আলমারিও পাইনি। আসলে ওঁদের আমলে নিয়োগ সংক্রান্ত কোনও কাগজই ছিল না। আমাদের আমলে সব কাগজ আছে। তাই দুর্নীতি ধরা পড়ছে।

দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই!

দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই। সব নিয়ন্ত্রণের ক্ষমতা ভগবানেরই নেই, আর আমি তো একটা মানুষ। আমার পক্ষে কী করে সম্ভব সব কিছু ঠিক করে দেওয়া। একজন যদি কোনও ভুল করে থাকে, তাহলে সবাইকে তা দিয়ে বিচার করা ঠিক নয়।

সঙ্গদোষে ভালো মানুষও খারাপ হয়ে যায়

সঙ্গদোষে ভালো মানুষও খারাপ হয়ে যায়

মমতার কথায়, সঙ্গদোষে ভালো মানুষও খারাপ হয়ে যায়। একজন ব্যক্তি মানুষের সততা তাঁর নিজের উপর নির্ভর করে। কে কতটা লোভী হবে, সেটা একান্তই তাঁর উপর নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কে কত টাকার মালিক হবে, তার প্রতিযোগিতা করে কী হবে। টাকা কারও চিরকাল থাকে না। কিন্তু আদর্শ রয়ে যায়।

ক্লাস নিন না ছাত্রদের নৈতিক চরিত্র গঠনে

ক্লাস নিন না ছাত্রদের নৈতিক চরিত্র গঠনে

এক্ষেত্রে তিনি মানুষের নৈতিক চরিত্র গঠনের কথা বলেন। আর তিনি এ ব্যাপারে দায়িত্ব দেন শিক্ষকদের। শিক্ষক দিবসে শিক্ষক সমাজের কাছে তাঁর অনুরোধ, একটা করে ক্লাস নিন না ছাত্রদের নৈতিক চরিত্র গঠন করতে। সবার আগে দরকার মানুষের নৈতিক চরিত্র গঠন করা। তবু সঙ্গদোষে মানুষ খারাপ হয়ে যায়।

সবার পাশে থাকার বার্তা মমতার

সবার পাশে থাকার বার্তা মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে থাকার বার্তা দেন। ৮৯ হাজার শিক্ষক নিয়োগের কথায় তিনি আশ্বস্ত করেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের। তিনি বলেন, কয়েকজন রাস্তায় বসেছিলেন। আমি তাঁদের কাছে গিয়েছিলাম, বলে এসেছিলাম তাঁদের বিষয়টি দেখার কথা। সেইমতো তৎকালীন শিক্ষামন্ত্রীকে বলেওছিলাম। তিনি জানিয়েছিলেন, ওঁদের নম্বর পারমিট করছে না। তবু ব্যবস্থা করে দিতে বলেছিলাম।

যাঁরা সুবিচার পাননি আমাদের আমলে পাবেন

যাঁরা সুবিচার পাননি আমাদের আমলে পাবেন

এরপরই তিনি বলেন, যাঁরা সুবিচার পাননি আমাদের আমলে পাবেন। শুধু একের পর এক পিআইএল করে ঘোঁট পাকাবেন না। আমরা সবার পাশে থাকতে চাই। সবার কথা ভাবতে চাই। সবাই একটু ধৈর্য্য ধরুন, আপনাদের নিয়োগ হবে। ৮৯ হাজার সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়।

সুপ্রিম-স্বস্তি অভিষেকের, ইডি কড় পদক্ষেপ নিতে পারবে না! বাধা নেই বিদেশ-ভ্রমণেওসুপ্রিম-স্বস্তি অভিষেকের, ইডি কড় পদক্ষেপ নিতে পারবে না! বাধা নেই বিদেশ-ভ্রমণেও

English summary
Mamata Banerjee announces appointment in education sector from teacher day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X