For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দির-মসজিদ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা, কড়া নির্দেশিকা লকডাউনে

মন্দির-মসজিদ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা, কড়া নির্দেশিকা লকডাউনে

Google Oneindia Bengali News

রাজ্যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলছে। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মন্দির-মসজিদসহ সকল ধর্মীয় স্থান খুললেও কড়া নিয়ম মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তা জানিয়ে দিলেন। কোনওমতেই নিয়মের অন্যথা করা চলবে না

ধর্মীয় স্থান খুলছে, কিন্তু উৎসব নয়

ধর্মীয় স্থান খুলছে, কিন্তু উৎসব নয়

মমতা বলেন, ধর্মীয় স্থান খুলছে। কিন্তু বড় কোনও উৎসব করা যাবে না। একসঙ্গে ১০ জনের বেশি ঢোকা যাবে না মন্দির-মসজিদ-গির্জা বা গুরুদ্বারে। এবং অবশ্যই স্যানিটাইজ করে ঢুকতে হবে সবাইকে। স্যানিটাইজের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক মন্দির-মসজিদ-গির্জি-গুরুদ্বারে।

পুজো-প্রার্থনা হোক, বাড়াবাড়ি নয়

পুজো-প্রার্থনা হোক, বাড়াবাড়ি নয়

মমতা সাফ জানিয়েছেন, ধর্মীয় স্থান খোলা হচ্ছে বলে ঢাক-ঢোল পিটিয়ে উৎসব, পুজো, প্রার্থনা করা যাবে না। সে সব থেকে বিরত থাকতে হবে এখন। সামাজিক দূরত্ব বজায় রেখে যা করা সম্ভব, সেটাই শুধু করতে হবে। কোনও বাড়াবাড়ি করা চলবে না। বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না।

সব ধর্মকে, সব সম্প্রদায়কে ভালোবাসি, তাই...

সব ধর্মকে, সব সম্প্রদায়কে ভালোবাসি, তাই...

মুখ্যমন্ত্রী বলেন, রেলে যদি হাজার হাজার লোক যাতায়াত করতে পারে, তাহলে কেন মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার খোলা যাবে না! মনে রাখবেন, পয়সাটা মূলপ উদ্দেশ্য নয়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি। সব ধর্মের মানুষের জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান খোলা হচ্ছে। কিন্তু দয়া করে জমায়েত করবে না।

ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বড় ঘোষণা

ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বড় ঘোষণা

তিনি জানান, ১ জুন থেকে মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার খুবলবে। পরিষ্কার করার জন্য একটু সময় লাগবে। কিন্তু বড় কোনও উৎসব এখনই হবে না। একটু একটু করে খুলুব, আমাদের সব দেব-দেবীর পুজো-পাঠ হোক, মসজিদে নামাজ শুরু হোক একটু একটু করে, গির্জায়-গুরুদ্বারে শুরু হোক প্রার্থনা।

তৃণমূলে অশনি সংকেত, বিধায়কও কি 'বিদ্রোহী’দের দলে! বিজেপি নেমে পড়েছে আসরেতৃণমূলে অশনি সংকেত, বিধায়কও কি 'বিদ্রোহী’দের দলে! বিজেপি নেমে পড়েছে আসরে

English summary
Mamata Banerjee announces all religious sectors are reopened in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X