For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগেই বড় ‘উপহার’, ‘কল্পতরু’ হয়ে মমতার ঘোষণা ২৫ হাজার টাকা অনুদান

দুর্গাপুজোর আগে এবারও ‘কল্পতরু’র ভূমিকা নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর আগে এবারও 'কল্পতরু'র ভূমিকা নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যখন সংখ্যালঘু তোষণের অভিযোগে মমতা বিরুদ্ধে সমানে তোপ দাগছে, উল্টোদিকে পুজো কমিটি গুলিকে আয়কর দফতরের স্ক্যানারে ফেলা হয়েছে, সেইসব উড়িয়ে উপহারের ডালি সাজিয়ে হাজির বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

পুজোর আগেই বড় ‘উপহার’, ২৫ হাজার টাকা অনুদান মমতার

গতবার ১০ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিগুলিকে অনুদান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুদানের মাত্রা তিনি বাড়ালেন আড়াইগুন। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঘোষণা করেন, পুজো কমিটিগুলোকে এবার ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে অন্যান্য পুর-পরিষেবাও পুজো কমিটিগুলি বিনামূল্যে পাবে।

মমতা বলেন, আগে বিদ্যুৎ বিলে ছাড় মিলত না। আমরা আসার পর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়, এখন তা বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। সিইএসসির সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কথা বলে নিয়েছেন বলে জানান। পুরসভা কোনও কর নেয় না, জল বিনামূল্যে দেওয়া হয়, বিজ্ঞাপনের জন্যও কোনও কর নেওয়া হয় না।

এদিন প্রত্যেক পুজো কমিটিকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে তিনি প্রতি কমিটিকে কাগজপত্র ঠিকঠাক রাখার কথা বলেন। প্রত্যেক বড় ক্লাবের দায়িত্ব ১০টা করে চোট ক্লাবকে সাহায্য করা। মহিলাদের পুজোয় অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে দেবে পুলিশ। মমতা জানান, বাংলার দুর্গাপুজো নিয়ে রাজনীতি করতে দেব না।

উৎসবের মরশুম শুরুর আগে কলকাতার পুলিশের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উৎসব সবার জন্য। সেই আঙ্গিকেই বাংলায় উৎসবের মরশুম শুরু হচ্ছে। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে আমরা উৎসবের মরশুমে প্রবেশ করব। তারপর একে একে মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, মহরম, কালীপুজো, দীপাবলি, আরও নানা উৎসব রয়েছে। সবাইকে শান্তিতে উৎসব পালনের আর্জি জানান মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee announces donation about 25 thousand for Durga puja Committee. She also announces to rebate in electric fees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X