For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ ভোটযুদ্ধে তৃণমূলী চমক! কলকাতায় চিনা ভাষায় মমতার প্রচারে দেওয়াল লিখন,কী ঘটেছে দেখুন

কলকাতায় ভোট-উৎসব মানেই ব্যানার ফেস্টুনে আকাশ ঢাকা পড়ে যাওয়া। গলি মোড়ে রিক্সা থেকে নামে একটু ওপরের দিকে চোখ তুলতেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকার সারি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

কলকাতায় ভোট-উৎসব মানেই ব্যানার ফেস্টুনে আকাশ ঢাকা পড়ে যাওয়া। গলি মোড়ে রিক্সা থেকে নামে একটু ওপরের দিকে চোখ তুলতেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকার সারি। পাড়ার হেন কোনও দেওয়াল বাকি থাকে না, যা রাজনীতির প্রচারে রঙিন হয় না। আর এই সব ছবি মিলিয়েই বাঙালির উদযাপন করে ভোট-উৎসব। চায়ের ঠেক থেকে ট্রেনের আড্ডায় যখন 'কে জিতবে' নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে, তখন এই শহর জুড়ে চমক দেখায় 'দেওয়াল লিখন'ও। এই সাজো সাজো রব ২০১৯ সালে লোকসভা নির্বাচন ঘিরেও শুরু হয়েছে শহর কলকাতায়। এখনও পর্যন্ত অন্যতম চমক হিসাবে উঠে আসছে খাস কলকাতায় চিনা ভাষায় তৃণমূলের প্রচার!

চিনা ভাষায় প্রচার!

চিনা ভাষায় প্রচার!

সপ্তদশ লোকসভা নির্বাচনে শহরের চিনা ভোটারদের ভোটকে লক্ষ্য রেখে চিনা ভাষাতেই দেয়াল লেখার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ভোট প্রচারের পারদ চড়েছে চরমে। আর চিনা ভোটব্য়াঙ্ক টানতে দক্ষিণ কলকাতায় মমতার দলের প্রচারে দেখা গেল চিনা ভাষায় দেওয়াল লিখন।

কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রচার

কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রচার

নির্বাচনে দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রার্থী হিসেবে মালা রায় মনোনিত হওয়ার পর থেকেই তিনি ভোট প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। এবার চীনা ভোটকে লক্ষ্য রেখে দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার তপসিয়া এলাকায় চিনা ভাষায় দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছে মালা রায়ের অনুগামী রবার্ট।

প্রচারে লেখা রয়েছে 'ম আই লি'

প্রচারে লেখা রয়েছে 'ম আই লি'

দেওয়াল লিখনে চিনের রবার্ট কী লিখেছেন প্রশ্ন করতেই উঠে এলো উত্তর, তিনি চিনা ভাষায় লিখেছেন 'ম আই লি' যার মানে তিনি বলছেন 'আমি তোমাকে ভালোবাসি', পাশাপাশি তাঁর দাবি তিনি 'মুখ্যমন্ত্রী জিন্দাবাদ'শব্দটিও তিনা ভাষায় লিখেছেন মালা রায়ের প্রচারে।

[আরও পড়ুন: ফুটবল পায়ে যাদবপুরে ভোট প্রচারের পারদ চড়ালেন মিমি! দেখে নিন জমজমাট ভিডিও ][আরও পড়ুন: ফুটবল পায়ে যাদবপুরে ভোট প্রচারের পারদ চড়ালেন মিমি! দেখে নিন জমজমাট ভিডিও ]

চিনা ভোটব্যাঙ্কে নজর তৃণমূলের

চিনা ভোটব্যাঙ্কে নজর তৃণমূলের

মন্ত্রী জাভেদ খানের ছেলে ফায়েজ খানের এলাকা বলেই পরিচিত অঞ্চল।এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি, ছোট-বড় মিলিয়ে ১৮০০ র বেশি চিনা ব্যবসায়ীর বাস রয়েছে সেখানে। রয়েছে তাঁদের পরিবার পরিজনেরাও। ধর্মতলা থেকে পার্কস্টিট বিভিন্ন জায়গার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁর মতো বিভিন্ন ব্যবসার সঙ্গে নিযুক্ত চিনা ভাষীরা। ১৯৭০ সাল থেকেই এখানেরই স্থায়ী বাসিন্দা তারা। তাই মূলত এদের কথা মাথায় রেখে তৃণমূল কর্মী রবার্ট-এর নেতৃত্বে এখানে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনগুলোতে চিনা পাড়াতেও এই একই ভাবে ভোট প্রচারে দেবেন বলে জানান রবার্ট।

[আরও পড়ুন: প্রচার সারতে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিমল গুরুংরা][আরও পড়ুন: প্রচার সারতে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিমল গুরুংরা]

English summary
Mamata Banerjee and trinamool campaign in chinese language at Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X