For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় জনপ্রিয়তায় মমতার থেকে কম যান না মোদী, স্বীকার করলেন খোদ প্রশান্ত কিশোর

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সমান জনপ্রিয়তা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। এমনটাই স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপির অমিত মালব্য কথোপকথন সম্বলিত যে অড

  • |
Google Oneindia Bengali News

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সমান জনপ্রিয়তা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। এমনটাই স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপির অমিত মালব্য কথোপকথন সম্বলিত যে অডিও আপলোড করেছেন, তাতে সেটাই শোনা গিয়েছে। তবে এই অডিও-সব সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। প্রশান্ত কিশোর বলেছেন, বিকৃত করে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেছেন পুরো অডিও ক্লিপ প্রকাশ করার।

মোদীতেই ভগবান দেখছেন অনেকে

মোদীতেই ভগবান দেখছেন অনেকে

প্রশান্ত কিশোরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। কিন্তু মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া নেই। এই কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী সারা দেশেই জনপ্রিয়। তিনি বলেছেন, হতে পারে প্রায় ২৫ শতাংশ মানুষ মোদীর মধ্যে ভগবান দেখতে পেয়েছেন। সেটা সত্যি কিংবা মিথ্যা তর্কের বিষয় হতে পারে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দিভাষীদের মধ্যে মোদীর জনপ্রিয়তার মূল ভিত্তি। রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

মোদী-মমতার সমান জনপ্রিয়তা

মোদী-মমতার সমান জনপ্রিয়তা

প্রশান্ত কিশোর স্বীকার করে নিয়েছেন বাংলায় মোদীর জনপ্রিয়তা অনেকটাই। তিনি বলেছেন, যদি মোদী এবং মমতার জনপ্রিয়তার সার্ভে করা হয়, তাহলে দেখা যাবে, দুজনের জনপ্রিয়তাই সমান। যেটা এই নির্বাচনে একটা বড় বিষয়। কথোপকথনে নরেন্দ্র মোদী যে বাংলায় জনপ্রিয়, তা একাধিকাবার বলত শোনা গিয়েছে প্রশান্ত কিশোরকে।

বাংলার মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট

বাংলার মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট

প্রশান্ত কিশোরকে এও বলতে শোনা গিয়েছে বাংলার মানুষ বিজেপির প্রতি আকৃষ্টও। কেননা বাংলার মানুষ বিজেপির স্বাদ চেখে দেখেনি। সেই কারণেও জনপ্রিয় বিজেপি। সেটাও একটা ফ্যাক্ট। তিনি বলেছেন, ৩০ বছর, ২৫ বছর ধরে বিজেপিকে এই রাজ্যে দেখেনি সাধারণ মানুষ। তাই মানুষ ভাবছেন, বিজেপি এমন কিছু করে দেবে, যার এর আগে সাধারণ মানুষ পাননি। ফলে লাড্ডু যারা খায়নি, তাঁরা খেয়ে দেখতে চান। অনেকেই তাই বিজেপিকে বুঝে নিয়ে চাইছেন। সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে।

মোদীর সভায় ভিড় নিয়ে ব্যাখ্যা

মোদীর সভায় ভিড় নিয়ে ব্যাখ্যা

রাজ্যে মোদীর সভায় যথেষ্টই ভিড় হচ্ছে। এবং মোদী দিদি-দিদি বলেই সভায় সাড়া পাচ্ছেন তিনি। মোদীর সভায় ভিড় নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, মোদীর জনপ্রিয়তার পাশাপাশি, সেই সব সভাগুলোতে প্রচুর সংখ্যায় মানুষকে জড়ো করছে। এব্যাপারে কোনও দ্বিমত নেই। তবে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ, তাও প্রশান্ত কিশোর স্বীকার করে নিয়েছেন। ভোটে পোলারাইজেশনের কথাো তিনি স্বীকার করে নিয়েছেন। ভোট ভাগ করতে বিজেপি সিদ্ধহস্ত বলেও মন্তব্য করেছেন তিনি। ভোটে লড়াইয়ের জন্য যে মেশিনারি লাগে, তা বিজেপি করে ফেলতে পেরেছে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে প্রশান্ত কিশোরকে। তৃণমূলের বিরুদ্ধে থাকা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে বিজেপি প্রবলভাবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি।

এবার বাংলায় সরকার গড়বে বিজেপি, আই প্যাক এর সমীক্ষায় এই চিত্র ধরা পড়েছে বলে ফাঁস করলেন খোদ প্রশান্ত কিশোরএবার বাংলায় সরকার গড়বে বিজেপি, আই প্যাক এর সমীক্ষায় এই চিত্র ধরা পড়েছে বলে ফাঁস করলেন খোদ প্রশান্ত কিশোর

English summary
Mamata Banerjee and Narendra Modi is equaly popular, says TMC's strategist Prashant Kishor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X