একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন
১১ এপ্রিল ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবারের সফরে তিনি ২ টি সভা করবেন বলে জানা গিয়েছে।

ফের রাজ্যে প্রচার সভা অমিত শাহের
রাজ্যে ফের ভোট প্রচারে আসছেন অমিত শাহ। ১১ এপ্রিল আসছেন তিনি। এ আগে বিজেপি তরফে জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যে প্রতিটি
দফার ভোটেই আসবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার ভোট রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে। মূলত তিন
জেলার জন্য ভোট প্রচারে আসতে চলেছেন অমিত শাহ। সেই অনুযায়ী কর্মসূচি ঠিক করা হয়েছে। তবে জানা গিয়েছে দার্জিলিং নিয়ে তিনি সবুজ সংকেত
দিলেও রায়গঞ্জ নিয়ে এখনও সবুজ সংকেত দেননি। তবে এটাও বলা হয়নি যে তিনি আসছেন না।

১১ এপ্রিল দার্জিলিং-এ অমিত শাহের সভা
জানা গিয়েছে ১১ এপ্রিল দার্জিলিং-এর প্রথম সভা করবেন অমিত শাহ। দ্বিতীয় সভা করবেন রায়গঞ্জে। ১২ এপ্রিল কলকাতায় তাঁর সাংবাদিক সম্মেলন করার
কথা রয়েছে। ১১ তারিখ রাতে কলকাতায় থাকার কথা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহের সভাস্থল হিসেবে বাছা হয়েছে গোর্খা স্টেডিয়াম। একান্তই অনুমতি না পাওয়া গেলে তা কালিম্পং-এ হতে পারে বলে সূত্রের খবর। কেননা বিজেপি দিন তিনেক আগে সভার জন্য আবেদন করে। আর মুখ্যমন্ত্রীর সভার অনুমতি নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে।

দার্জিলিং-এ ১১ এপ্রিল সভা মমতারও
৪ থেকে ১৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ প্রচারসূচি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১০ এপ্রিল সন্ধেয় মুখ্যমন্ত্রী দার্জিলিং পৌঁছবেন। ১১ এপ্রিল দার্জিলিং এবং ১২ এপ্রিল কার্শিয়াং-এ তাঁর সভা করার কথা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ১১ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা রয়েছে সুপার মার্কেট-মোটর স্ট্যান্ড এলাকায়।
[আরও পড়ুন:বিজেপির 'সংকল্পপত্র' অহংকারের প্রকাশ! রাহুলের টুইট খোঁচা পদ্মশিবিরকে]
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]