For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার থলি নিয়ে আরএসএস এখন কংগ্রেসের প্রচারে! ছবি তোলার ‘নিদান’ মমতার

কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে আরএসএস। মুর্শিদাবাদে দুটি জনসভা করে ফের কংগ্রেসের আরএসএস-যোগ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, টাকার থলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আরএসএস।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে আরএসএস। মুর্শিদাবাদে দুটি জনসভা করে ফের কংগ্রেসের আরএসএস-যোগ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, টাকার থলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আরএসএস। ভোট দিতে বলছে কংগ্রেসকে। তাই মুখ্যমন্ত্রীর পরামর্শ, টাকা দিতে দেখলেই ছবি তুলে রাখুন।

‘টাকার থলি নিয়ে আরএসএস এখন কংগ্রেসের প্রচার করছে’

মমতা বলেন, আগে সিপিএমের কাছে বিক্রি হয়ে গিয়েছিল কংগ্রেস। এবার বিক্রি হয়ে গিয়েছে আরএসএসের কাছে। আরএসএসই কংগ্রেসকে জেতাতে আসরে নেমে পড়েছে। মুর্শিদাবাদে অধীর গড়ে এসে কংগ্রেসের বিরুদ্ধে নয়া অভিযোগ সামনে আনলেন তিনি। এর আগেও বহরমপুরে দাঁড়িয়ে তিনি একই কথা বলেছিলেন।

মমতার কথায়, কংগ্রেস সিপিএমের কাছে বিক্রি হয়ে গিয়েছিল বলেই আমি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সেই তৃণমূল কংগ্রেসই রাজ্য থেকে ৩৪ বছরের জগদ্দল পাথর-সম বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। অর্থাৎ এই তৃণমূল কাউকে ভয় পায় না।

কংগ্রেস এখন সিপিএমকে ছেড়ে আরএসএসের কাছে বিক্রি হয়েছে। আসলে এ রাজ্যে কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি- সব এক। রাম, বাম আর শ্যাম মিলে একসঙ্গে লড়াই করছে। কংগ্রেসের কোনও নীতি নেই, তাই একবার একডাল, আর একবার অন্যডাল ধরছে। সিপিএমের সঙ্গে বৈতরণী পার হওয়া দুঃসাধ্য দেখেই আরএসএসের দিকে ঢলেছে।

English summary
Mamata Banerjee alleges that Rss now campaigns of Congress with money bag. She advices to capture the picture of giving money.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X