For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে হিংসার আগুন ছড়াতে চাইছে বিজেপি! সিএএ বিরোধিতায় অভিযোগ মমতার

পাহাড়ে হিংসার আগুন ছড়াতে চাইছে বিজেপি! সিএএ বিরোধিতায় অভিযোগ মমতার

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ে ফের হিংসার আগুন ছড়াতে চাইছে বিজেপি। পাহাড়ের রাস্তায় জনসংযোগে এমনই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অশান্তি পাকানোর চেষ্টা চলছে। বাংলার মাটিতে আমরা কোনও হামলা বরদাস্ত করব না। এই রাজ্যে কোনও ভেদাভেদ চলবে না।

পাহাড়ে হিংসার আগুন ছড়াতে চাইছে বিজেপি! সিএএ বিরোধিতায় অভিযোগ মমতার

মমতার অভিযোগ, এনআরসিতে বাদ গিয়েছে গোর্খাদেরও নাম। তাই পাহাড়বাসী যে আতঙ্কে রয়েছে, তা আরও একবার মনে করিয়ে দেয় এদিনের পাহাড়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি চলাকালীন রাস্তার দুধারে ভিড় জমানো পাহাড়বাসী মুখ্যমন্ত্রীকে জানান, তাঁদের আতঙ্কের কথা। দার্জিলিং পুরসভা কর্মীরাও এই আতঙ্কের বার্তা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মাসাবধি এই সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি এবার উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন। পাহাড়ে রাস্তায় নেমে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মন বোঝার কাজ করছেন মমতা। সকালে তিনি হাঁটা দিয়ে পৌঁছে যান চক বাজারে। রাস্তার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করেন।

তিনি বার্তা দেন কেউ ভয় পাবেন না। কেউ এনআরসি নিয়ে চিন্তা করবেন না। আমাদের রাজ্যে এনআরসি হবে না। আমি আপনাদের পাহারাদার হয়ে থাকব। বিজেপি এনআরসি করতে পারবে না বাংলায়। এটা আমাদের অঙ্গীকার। একটি রাজনৈতিক দল আইন পাল্টিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ওঁদের যোগ্য জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।

মমতা বলেন, এই দেশে ভাগাভাগি চালাতে দেব না। এই রাজ্যেও ভাগাভাগি চালাতে দেব না। সবাইকে নিয়ে আমাদের দেশ। আমরা সবাইকে নিয়ে একসাছে থাকব। আমাদের জন্মভিটেয় কেন আমরা প্রমাণ দিতে যাব। এ আবার কেমন কথা। মমতা ফের একবার একহাত নেন কেন্দ্রের মোদী সরকারের সিদ্ধান্তের।

English summary
Mamata Banerjee alleges BJP tries to spread violence in Hill area also. Mamata roars against BJP on CAA and NRC issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X