For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিজেপিতে টানতে ২ কোটির অফার বিধায়ককে, সঙ্গে উপঢৌকন পেট্রোল পাম্প’

লোকসভায় মাত্র ১৮টি আসনে জিতে দল ভাঙার খেয়াল মেতেছে বিজেপি। প্রতিদিন নিয়ম করে দলবদল ঘটছে। আর এই মর্মেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

লোকসভায় মাত্র ১৮টি আসনে জিতে দল ভাঙার খেয়াল মেতেছে বিজেপি। প্রতিদিন নিয়ম করে দলবদল ঘটছে। আর এই মর্মেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন একজন বিধায়ককে দলে টানতে দুকোটি টাকার অফার দেওয়া হচ্ছে। সঙ্গে উপঢৌকন একটা পেট্রল পাম্প!

‘বিজেপিতে টানতে ২ কোটির অফার বিধায়কদের, সঙ্গে উপঢৌকন পেট্রোল পাম্প’

২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থানের পর একুশের সমাবেশ থেকে এমনই আশঙ্কার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমার দলের এক বিধায়ককে অফার দেওয়া হয়েছিল। সেই বিধায়ক ওই অফার পেয়েও দেল যোগ দেয়নি। তাঁকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে এসেছিল তথ্য।

মমতা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, কী রে তুই নাকি বিজেপিতে চলে গিয়েছিস. আবার আমার কাছে এলি কী করে! কত টাকা দিতে চেয়েছিল। ও বলেছিল ২ কোটি টাকা আর একটি পেট্রোল পাম্প। এখনও কি দরাদরি চালাচ্ছিস নাকি। কত বলেছিস আট লাখ? মুখ্যমন্ত্রী এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন দলের বিধায়ককে নিয়ে। শুধু বিধায়ক নন, মমতা বলেন, গ্রামসভার একজন নেতাকে দলে নিতেও ২০ লক্ষ টাকা অফার করছে বিজেপি।

[আরও পডুন: ডিম খাওয়ার লোক নেই, পুলিশ পাহারা দিচ্ছে! মমতাকে কটাক্ষ দিলীপের][আরও পডুন: ডিম খাওয়ার লোক নেই, পুলিশ পাহারা দিচ্ছে! মমতাকে কটাক্ষ দিলীপের]

মমতা বলেন, যারা এইসব ফাঁদে পা দিচ্ছে, তারা আইসোলেটেড হয়ে যাবে। এলাকার মানুষের কাছে তাঁরা কী জবাবদিহি করবে। রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তাই বলি টাকার মোহে না ছুটে মানুষের জন্য কাজ করুন। কারণ টাকা থাকবে না, কিন্তু কাজ রয়ে যাবে। দলত্যাগীদের এমনই বার্তা দেন মমতা।

মমতা বলেন, বিজেপি নোটবন্দির টাকায় ভোট করেছে। তারপর টাকা ছড়িয়ে দল ভাঙছে। টাকা দিয়ে, এজেন্সি লাগিয়ে বিরোধী দলের নেতাদের দলে টানছে। সিবিআই-ইডি জুজুতে তারকাদেরও ছাড়ছে না। সিবিআই-ইডি তদন্তকারী অফিসারদের মাধ্যমে বিজেপি নেতাদের কাছে পাঠানো হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন মমতা।

[আরও পড়ুন:প্রশান্ত কিশোরের লেখা ভাষণ ভুলেছেন মমতা! কারণ দিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ ][আরও পড়ুন:প্রশান্ত কিশোরের লেখা ভাষণ ভুলেছেন মমতা! কারণ দিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ ]

English summary
Mamata Banerjee alleges against BJP to join an MLA from other party. She says BJP offers for panchayat level members about 20 lacs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X