For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতার

মতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতার

  • |
Google Oneindia Bengali News

সিএএ করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। ঠাকুর পরিবারকেও ভেঙে দিয়েছে। আমরা এনআরসি-এনপিআর করতে দেব না। বাংলা তেকে লোক তাড়াতে দেব না। বাংলাকে গুজরাত করতে দেব না বিজেপিকে। বুধবার বনগাঁর গোপালনগরের সভা থেকে এভাবেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম হার্মাদ ছিল, এখন বিজেপির ওস্তাদ হয়েছে

সিপিএম হার্মাদ ছিল, এখন বিজেপির ওস্তাদ হয়েছে

মমতা বলেন, আপনারা কেউ নিশ্চয়ই ভুলে যাননি সিপিএমের অত্যাচারের কথা। সিপিএম হার্মাদ ছিল, এখন বিজেপির ওস্তাদ হয়েছে। এই বিজেপি আবার বাইরে থেকে গুন্ডা আর আরএসএসের লোক নিয়ে এসে রাজ্যকে গুজরাত বানানোর চেষ্টা করছে। কিন্তু আমরা তা করতে দেব না। রুখে দাঁড়াব একজোট হয়ে। রুখে দেব মানুষের জোট করে।

বিজেপি সিএএ করে বাংলার মানুষকে তাড়াতে চাইছে!

বিজেপি সিএএ করে বাংলার মানুষকে তাড়াতে চাইছে!

মতুয়া অধ্যুষিত বনগাঁর গোপালনগরের সভা থেকে মমতা বার্তা দেন, বিজেপি সিএএ করে বাংলা থেকে বাংলার মানুষকে তাড়াতে চাইছে। রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে লড়াই করতে পারছে না বলেই ওরা এই পন্থা নিয়েছে। বহিরাগতরা এসে ভুল বোঝাচ্ছে মানুষকে। বিজেপির এই অভিষন্ধি সফল হতে দেব না।

বহিরাগতরা এসে মতুয়াদের হিন্দুধর্ম শিখিয়ে যাবে!

বহিরাগতরা এসে মতুয়াদের হিন্দুধর্ম শিখিয়ে যাবে!

মমতা বলেন, বাইরে থেকে কিছু লোক এসে মতুয়াদের হিন্দুধর্ম শিখিয়ে যাবে, আপনারা কি তা মেনে নেবেন। আমার ধর্ম আমার অধিকার, তা কেড়ে নেওয়া চেষ্টা করছে বিজেপি। ওরা ঠিক করে দিচ্ছে আমরা কাকে পুজো করব। বিজেপিকে ভয় পাবেন না। আপনাদের কোনও কাগজপত্রের প্রয়োজন নেই।

নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! প্রতারণা

নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! প্রতারণা

মমতার কথায়, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! এভাবেই ভুল বোঝানো হচ্ছে। এই পার্টিটা দেশকে শেষ করে দিয়েছে। একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। বেসরকারিকরণ হচ্ছে। সবাই এক হোন, মানুষের জোট গড়ুন, রুখে দিন মানুষের সঙ্গে প্রতারণা করা বিজেপিকে।

মানুষের আলুসেদ্ধ-ডালভাতও কেড়ে নেওয়া হচ্ছে, অভিযোগ

মানুষের আলুসেদ্ধ-ডালভাতও কেড়ে নেওয়া হচ্ছে, অভিযোগ

মমতা বলেন, গায়ের জোরে কৃষকদের নিয়ে তিনটি আইন করেছে মোদী সরকার। আলু, পিঁয়াজ, ডাল এখন কিছুই অত্যাবশ্যকীয় পণ্য নয়। মানুষের আলুসেদ্ধ-ডালভাত খেয়ে বাঁচার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। কৃষকদের ফসল জোতদার, আড়তদাররা কেড়ে নেবে, আপনার ফসল আপনার থাকবে না। তাই ওদের বিশ্বাস করবেন না। আমাদের সরকার কৃষক বন্ধ সরকার। আমরা কৃষকদরদী সিদ্ধান্ত নিয়েছি। কৃষকদের পাশে দাঁড়িয়েছি।

গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিয়ে যাওয়া হল উডল্যান্ডস হাসপাতালেগুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিয়ে যাওয়া হল উডল্যান্ডস হাসপাতালে

English summary
Mamata Banerjee alleges against BJP that they betrayed with Matua community doing CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X