For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'ভুয়ো' ভিডিও শেয়ার! ফের মুখ্যমন্ত্রীর রোষের মুখে রাজ্যপাল

পুরনো একটি ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীর রোষের মুখে রাজ্যপাল। ডোরিনা ক্রসিং-এ সভা থেকে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি রাজ্যপালের নাম না করলেও, তাঁর অভিযোগ বিজেপি পাশাপাশি অনেকেই তাঁর ভুয়ো ভিডিও শেয়ার

  • |
Google Oneindia Bengali News

পুরনো একটি ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীর রোষের মুখে রাজ্যপাল। ডোরিনা ক্রসিং-এ সভা থেকে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি রাজ্যপালের নাম না করলেও, তাঁর অভিযোগ বিজেপি পাশাপাশি অনেকেই তাঁর ভুয়ো ভিডিও শেয়ার করছেন। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিজেপি এজেন্ট বলে উল্লেখ করেছেন।

মমতার ভুয়ো ভিডিও শেয়ার! ফের মুখ্যমন্ত্রীর রোষের মুখে রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ করেছেন এদিন। বলে রাখা ভাল ২০০৫ সালে তৎকালীন তৃণমূল নেত্রী সংসদে অধ্যক্ষের আসনে বসা চরণজিৎ সিং আটওয়ালের সামনে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। বলার জন্য অধ্যক্ষের অনুমতি না পাওয়ায় তাগজ ছুঁড়ে মেরে সংসদ থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিও এখনও ফেসবুকে লাইক, শেয়ার হচ্ছে ভালই। মুখ্যমন্ত্রীর বর্তমান অবস্থানের পাশে সেই ভিডিও তুলে ধরা হচ্ছে বিভিন্ন ভাবে।

সাফাই দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অবশ্য অনুপ্রবেশ নিয়ে সংসদে সরব হওয়ার বিষয়টি আনেননি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিপিএম-এর শাসনে তাঁরা নো আইডি কার্ড, নোট ভোটের দাবি তুলেছিলেন। তাঁর অভিযোগ সেই সময় সিপিএম ভোট করাতে দিত না। একেক জনের নাম থাকতো ৫০ তালিকায়। সেই সময় তিনি যুবক কংগ্রেসের আন্দোলনের কথা বলেন। তবে ১৯৯৩ সালের কথা বলতে গিয়ে মমতা ভুলবশত, ১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল বলে উল্লেখ করেন।

English summary
Mamata Banerjee alleged Governor is involved in dispersing wrong VDO information on Citizenship Act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X