For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেককে নিয়ে 'ভিন্ন মত'! কত আসনে ইভিএম প্রোগ্রামিং করে বিজেপির জয়, বললেন মমতা

রাজ্যের ২৩ টি আসনে ইভিএম-এ প্রোগ্রামিং করা ছিল। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেনমুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের ২৩ টি আসনে ইভিএম-এ প্রোগ্রামিং করা ছিল। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর অভিযোগ, সারা দেশে ৩০০ টি আসনে প্রোগ্রামিং করা হয়েছিল।

'রাজ্যের ২৩ আসনে প্রোগ্রামিং'

'রাজ্যের ২৩ আসনে প্রোগ্রামিং'

আরএসএস-বিজেপি পাশাপাশি নির্বাচন কমিশনকে ফের আক্রমণের নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে তাঁর অভিযোগ ইভিএম প্রোগ্রামিং করা হয়েছিল। প্রসঙ্গ রাজ্যে নির্বাচনী প্রচার শুরুর সময় থেকেই বিজেপি বলে আসছিল রাজ্য থেকে তাদের টার্গেট ন্যুনতম ২৩ টি আসন। নির্বাচনী ফলে দেখা যায় বিজেপি ১৮ টি আসনে জয়লাভ করে। এই প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে ২৩ টি ও সারা দেশে ৩০০ টি আসনের ইভিএম-এ প্রোগ্রামিং করা হয়েছিল।

অভিষেকের জয় নিয়ে 'ভিন্ন মত'

অভিষেকের জয় নিয়ে 'ভিন্ন মত'

এবারের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার থেকে প্রায় তিনলক্ষ কুড়ি হাজার ভোটে জয়লাভ করেছেন । এর মধ্যে আড়াই লক্ষ ভোটের ব্যবধান তৈরি হয়েছিল মাত্র ৩৩৩ বুথ থেকে। যার মধ্যে ৭০ হাজারের ব্যবধান এসেছে কেবল মাত্র মেটিয়াব্রুরুজ বিধানসভা থেকে। অনেক বুথেই ১০০ শতাংশ কিংবা নব্বই থেকে ৯৮ শতাংশ ভোট গিয়েছে তৃণমূলের দখলে। বাকি ১৬০০ বুথ থেকে ৭০ হাজার ভোটের ব্যবধান এসেছে। এই প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তুললেও বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন।

'গদ্দাররা পচা লোকেদের এনেছিল'

'গদ্দাররা পচা লোকেদের এনেছিল'

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক পুরসভা কিংবা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল। প্রতিনিধিদের পদত্যাগ করিয়ে কিংবা দলত্যাগ করিয়ে এই কাজ করা হয়েছিল। এবার বিজেপি রাজ্যের ১৮ লোকসভা আসন পেতেই সেই চিত্র যেন তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। এবার দলবদলের চিত্রটি তৃণমূল থেকে বিজেপির দিকে। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গদ্দাররা পচা লোকেদের এনেছিল।

English summary
Mamata Banerjee alleged EVM programming have done in 23 constituencies in the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X