For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সঙ্গে ‘সমঝোতা’ নিয়ে প্রশ্ন মমতার, বিজেপি বিরোধিতায় পার্থক্য বোঝালেন তৃণমূলের

হঠাৎই তৃণমূল কংগ্রেসের পয়লা নম্বর শত্রু হয়ে উঠেছে কংগ্রেস। কথায় কথায় কংগ্রেস বিরোধিতা এখন তৃণমূল কংগ্রেসের রোজনামচা হয়ে উঠেছে। কংগ্রেসের তরফেও জবাব আসছে পাল্টা।

Google Oneindia Bengali News

হঠাৎই তৃণমূল কংগ্রেসের পয়লা নম্বর শত্রু হয়ে উঠেছে কংগ্রেস। কথায় কথায় কংগ্রেস বিরোধিতা এখন তৃণমূল কংগ্রেসের রোজনামচা হয়ে উঠেছে। কংগ্রেসের তরফেও জবাব আসছে পাল্টা। বিজেপি বিরোধিতায় কংগ্রেস না তৃণমূল এগিয়ে তার পর্যালোচনা সোমবার ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা আগে তিনি গোয়া থেকে কংগ্রেস ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে নিশানা করেছিলেন। এবার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পার্থক্য বোঝালেন মমতা।

বিজেপি বিরোধিতায় কংগ্রেস ও তৃণমূলের পার্থক্য বোঝালেন মমতা

কংগ্রেসের সঙ্গে ঐক্যও ভেস্তে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের তুলে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড। কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ করে বসতেও পিছপা হচ্ছে না তৃণমূল। এদিন কলকাতার উপকণ্ঠে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েও সেই কংগ্রেস বিরোধিতায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেসকে কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বাংলায় কংগ্রেসে প্রতিটি আসনে তৃণমূলের বিরোধিতা করছে। আর তারা আশা করছে বাইরে প্রতিটি নির্বাচনে তৃণমূল তাদের সমর্থন দিয়ে যাক। তা হয় কী করে! কংগ্রেস নয়, এখন তৃণমূল বিজেপি বিরোধী প্রধান মুখ হবে। কংগ্রেস আপস করে বিজেপির সঙ্গে। কিন্তু তৃণমূল মরে গেলেও করবে না। তাই তৃণমূলই এখন বিজেপি-র পয়লা নম্বর চ্যালেঞ্জার হয়ে উঠবে।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় সাংবাদিক বৈঠকে করে বলেছিলেন, আমরা চাই না ভোট ভাগাভাগি হোক। বিজেপি বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসাই তাঁর উদ্দেশ্য। তাঁর কথায়, বিজেপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করে। বিগত নির্বাচন থেকে আজ পর্যন্ত গোয়ায় সেই ছবিই দেখা গিয়েছে। কংগ্রেসকে ভাঙিয়ে নিয়েই বিজেপি সরকার চালাচ্ছে গোয়ায়। তারপর ফের তিনি বিজেপির সঙ্গে কংগ্রেসের আপস করার প্রসঙ্গ উত্থাপন করলেন।

মমতা বন্যোগিপাধ্যায়ের এই কংগ্রেস বিরোধিতার জবাবে অধীর চৌধুরী দায়ী করেছিলেন তৃণমূলকে। তৃণমূলই বিজেপিকে হাতে ধরে বাংলায় নিয়ে এসেছে। তারপর বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করে চলছে। বিজেপি বিরোধিতার কথা মুখে বললেও তাদের কাজেকর্মে ফুটে উঠেছে বিজেপির সঙ্গে গোপন সমঝোতার বিষয়টি। এখন যেমন কংগ্রেসকে ভেঙে বিজেপিকে সুবিধা করে দেওয়ার খেলায় নেমেছে গোয়া, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে।

তার জবাবে মমতা এদিন কংগ্রেসকে নিশানা করলেন আবার। কংগ্রেসের সঙ্গে বিজেপির সোমজোতা রয়ছে বলে পাল্টা অভিযোগ করলেন। কংগ্রেস বিজেপির সঙ্গে আপস করে, তৃণমূল কখনও করবে না বলে তিনি একুশের নির্বাচনী লড়াইয়ের কথা তুলে ধরেন। তৃণমূলের পিছনে ইডি-সিবিআই লেলিয়েও বিজেপি কোনো সুবিধা করতে পারেনি বলেও দাবি করেন মমতা বন্যো্গপাধ্যায়।

English summary
Mamata Banerjee again attacks to Congress about opponent unity before 2024 Lok Sabha Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X