For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু 'মাথা ঠান্ডা' করার পরামর্শ দিয়েই অনুব্রতকে ছাড় দিলেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মণ্ডল
কলকাতা, ৬ নভেম্বর: অনুব্রত মণ্ডল ছাড় পাচ্ছেন। আর সম্ভবত 'বলির পাঁঠা' হচ্ছেন ইলামবাজারের তৃণমূল কংগ্রেস নেতা জাফারুল ইসলাম। গতকাল নবান্নে অনুব্রতবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ বৈঠক করেছেন, তার সারমর্ম এমনটাই বলে জানা গিয়েছে।

পাড়ুইয়ে সাগর ঘোষের খুনের ঘটনা কিংবা মাকড়াতে হিংসা, সব ক্ষেত্রেই জড়িয়েছে অনুব্রত মণ্ডলের নাম। বিরোধী দল তো বটেই, তৃণমূলের একাংশও সরব হয়েছে। কিন্তু যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় এ বারও অনুব্রতবাবুকে সমর্থন করেছেন। আগে বলেছিলেন, "কেষ্ট (অনুব্রত) ভালো সংগঠক বলে কেউ কেউ ওর পিছনে লাগে। আমি কিন্তু ওর জন্য যত দূর যেতে হয় যাব।" আর গতকাল নবান্নে নিজের চেম্বারে ডেকে উপদেশ দিয়েছেন মাথা ঠান্ডা করতে!

অনুব্রতবাবু পরে সাংবাদিকদের জানান, "দিদি ডেকেছিলেন, তাই এসেছি। আমাকে বলেছেন, কেষ্ট মাথা ঠান্ডা কর। মানুষের সঙ্গে ভালো ব্যবহার কর। সবাইকে নিয়ে একসঙ্গে দলটা কর।" বোঝাই যাচ্ছে, এখনও অনুব্রত মণ্ডলের প্রতি যথেষ্ট সদয় তৃণমূল সুপ্রিমো।

মাকড়াতে কেন হিংসা ছড়াল, তার উত্তরে বীরভূমের এই ডাকাবুকো নেতা মমতাকে জানিয়েছেন, ইলামবাজারে দলের নেতা জাফারুল ইসলামই যত গণ্ডগোল পাকিয়েছে। এটা শুনে নেত্রী আশ্বাস দেন, তিনি খোঁজখবর নিয়ে জাফারুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি অনুব্রত মণ্ডল। তিনি নেত্রীকে বলেছেন, জেলার ৩৩০০টি গ্রামের মধ্যে সাতটিতে বিজেপিকে দেখা যাচ্ছে। এটা মোটেই উত্থান নয়। শুনে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্ত হন।

English summary
Mamata Banerjee advises Anubrata to be cool, no action against him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X