For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলই জিতবে শেষপর্যন্ত, তার জন্য কী করবেন কী করবেন না! টিপস দিলেন মমতা

তৃণমূলই জিতবে শেষপর্যন্ত, তার জন্য কী করবেন কী করবেন না! টিপস দিলেন মমতা

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা আরও ভালোভাবে জিতে সরকারে আসছেন। কিন্তু তার জন্য প্রার্থীদের কতকগুলো কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম, প্রার্থীদের গণনাকেন্দ্র ছেড়ে যাওয়া চলবে না।

ঘাবড়ালে চলবে না, শেষপর্যন্ত আমরাই জিতব

ঘাবড়ালে চলবে না, শেষপর্যন্ত আমরাই জিতব

মমতা বলেন, মিডিয়ার সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। প্রথম দিক থেকেই দেখাবে ওরা এগিয়ে যাচ্ছে। কিন্তু ঘাবড়ালে চলবে না।। হতাশায় গমনাকেন্দ্র ছেড়ে চলে গেলে হবে না। মনে রাখবেন, শেষপর্যন্ত আমরাই জিতব। বিজেপি অনেকরকম বদমায়েসি করতে পারে। ওদের পাতা কোনও ফাঁদে পা দেওয়া চলবে না।

তৃণমূল এবার প্রচুর আসন পাবে, জয় নিশ্চিত

তৃণমূল এবার প্রচুর আসন পাবে, জয় নিশ্চিত

মমতার কথা, আমাদের জয় নিয়ে কোনও সংশয় নেই। বিভ্রান্তিমূলক কোনও প্রচারে কান দেবে না। প্রার্থীরা খাতা-কলম নিয়ে ভোর ভোর গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। শেষপর্যন্ত থেকে জয়ের সার্টিফিকেট নিয়ে তবেই যাবেন। আমি নিশ্চিত যে তৃণমূল এবার প্রচুর আসন পাবে। জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

প্রার্থীদের সবাইকে সতর্ক থাকতে পরামর্শ মমতার

প্রার্থীদের সবাইকে সতর্ক থাকতে পরামর্শ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যদি কোথাও কোনও গোলমাল বাধানোর চেষ্টা করে, তা যেন অনতিবিলম্বে জানানো হয় দলীয় নেতৃত্বকে। প্রার্থীদের সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন মমতা। তিনি বলেন, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গে তৃণমূল প্রথম দিকে হয়তো পিছিয়ে পড়তে পারে। তার জন্য মন খারাপ করে কেউ গণনাকেন্দ্র ছেড়ে চলে যাবেন না। শেষের দিকে তৃণমূলের জয় আসবেই।

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের দিকে বিশেষ নজর

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের দিকে বিশেষ নজর

মমতা বলেন, সমস্ত প্রার্থীরা যেমন ১৭ নম্বর ফর্ম ভালো করে দেখে-বুঝে তারপর গণনা শুরু করতে যান। মমতা উত্তরবঙ্গ নিয়ে সাবধান করেন, অভিষেক সাবধান করেন জঙ্গলমহল নিয়ে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের দিকে বিশেষ নজর রাখার কথা বলেছে। তাঁরা মনে করেন, বিজেপির কোনও বিশেষ পরিকল্পনা থকাতে থাকতে পারে।

কী করবেন, কী করবেন না গণনাকেন্দ্রে

কী করবেন, কী করবেন না গণনাকেন্দ্রে

গণনাকেন্দ্রের জন্য দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। প্রার্থীদের কোনও সমস্যা হলে যেন তাঁরা সঙ্গে সঙ্গে ফোন করে দলের শীর্ষনেতৃত্বকে বিশদে জানান। কোনও প্রলোভনে পা দেওয়া চলবে না। কারও কাছ থেকে কোনও সিগারেট, জল বা অন্য কোনও পানীয় বা নেশার জিনিস না খান। মাটি কামড়ে থাকলেই দুই তৃতীয়াংশ আসনে জয় আসবে তাদের।

English summary
Mamata Banerjee advices TMC’s candidates what does or don’ts in counting center in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X