For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গদ্দার গেছে, বেঁচে গেছি! মুকুলকে বিঁধে বাম-রামের বোঝাপড়ার রাজনীতিকে তোপ মমতার

‘দলে একটা গদ্দার ছিল। দলে থেকে তলে তলে যোগাযোগ রাখছিল বিজেপির সঙ্গে। সেই গদ্দার দল থেকে গিয়েছে, আমরাও বেঁচে গিয়েছি। বেঁচে গিয়েছে তৃণমূল।’

  • |
Google Oneindia Bengali News

ফের নাম না করে মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ছাত্র-যুব সম্মেলন থেকে তাঁর এক সময়ের ডানহাতকে গদ্দার কটাক্ষে বিঁধলেন মমতা। তিনি বলেন, 'দলে একটা গদ্দার ছিল। দলে থেকে তলে তলে যোগাযোগ রাখছিল বিজেপির সঙ্গে। সেই গদ্দার দল থেকে গিয়েছে, আমরাও বেঁচে গিয়েছি। বেঁচে গিয়েছে তৃণমূল।'

গদ্দার গেছে, বেঁচে গেছি! মুকুলকে বিঁধে বাম-রামের বোঝাপড়ার রাজনীতিকে তোপ মমতার

[আরও পড়ুন:২০১৯-এর পর দুরবীন দিয়ে খুঁজতে হবে বিজেপিকে, তীব্র শ্লেষ প্রত্যয়ী মমতার ][আরও পড়ুন:২০১৯-এর পর দুরবীন দিয়ে খুঁজতে হবে বিজেপিকে, তীব্র শ্লেষ প্রত্যয়ী মমতার ]

এ প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এটা একটা বিশ্বাসঘাতকতা। দলে থেকে পিছন থেকে ছুরি মারছিল। এমন বিশ্বাসঘাতক সব জায়গায় আছে। আমাদের দলেই আরও অনেকে আছে।' তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'ওইসব বিশ্বাসঘাতকদের একেবারে বিশ্বাস করবে না। ওদের বিশ্বাস করলে ঠকবেন। নিজেরাও নিজেদের পায়ে কুড়ুল মারবেন না। তাহলে একুল-ওকুল সব কুল হারাবেন।'

এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, 'ওরা শুধু হিন্দু-মুসলিম করে বেড়ায়। আর সিপিএম জুটেছে বিজেপির সঙ্গে। নিজেদের বাঁচাতে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে।' কংগ্রেসের সঙ্গেও বিজেপির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ মমতার। ওসব করে অবশ্য কোনও ফায়দা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'তিনজন এক হলেও হারাতে পারবে না তৃণমূলকে। তা প্রমাণ হয়ে গিয়েছে এই উপনির্বাচনে। বিজেপিকে আমরা মেধা দিয়েই হারাব। আর সেদিন আর বেশি দূরে নয়। ২০১৯-এই সমস্ত বিশ্বাসঘাতক জবাব পেয়ে যাবে।'

[আরও পড়ুন: পাঁচ গোলে বিদায়ঘণ্টা বেজে গেল বিজেপির, এবার প্রার্থী খুঁজতে হবে বিজ্ঞাপন দিয়ে][আরও পড়ুন: পাঁচ গোলে বিদায়ঘণ্টা বেজে গেল বিজেপির, এবার প্রার্থী খুঁজতে হবে বিজ্ঞাপন দিয়ে]

English summary
Mamata Banerjee advices tmc leaders and workers to avoid Mukul Roy and mant others traitors of her party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X