For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উত্তরপ্রদেশে পুলিশকেই খুন করা হচ্ছে এনকাউন্টারের নামে', যোগীকে মমতার শক্তিশেল

'উত্তরপ্রদেশে পুলিশকেই খুন করা হচ্ছে এনকাউন্টারের নামে', ২১ শে জুলাইয়ের আসর থেকে যোগীকে মমতার শক্তিশ

  • |
Google Oneindia Bengali News

সেই তেনা ভিড় নেই। ধর্মতলা আজ খালি। অন্যান্য বছর ২১ জুলাই ধর্মতলা থেকে শুরু করে কলকাতার প্রতিটি কোণায় যে ভিড় থাকে, তা নেই আজ। করোনার জেরে তৃণমূলের শহিদ দিবস আজ ভার্চুয়াল সভার মধ্য দিয়ে কর্মীদের সামনে তুলে ধরা হয়েছে। আর সেই ভার্চুয়াল সভাতেই ক্রমাগত সুর চড়িয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা।

মমমতার তোপ যোগীকে

মমমতার তোপ যোগীকে

এদিন , আইন শৃঙ্খলা তথা রাজ্যে হিংসা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কার্যত জঙ্গলরাজ চলছে। জননেত্রী বলেন, ' বাংলায় জেলায় জেলায় শান্তি, আয়নায় নিজের মুখ দেখো। উত্তরপ্রদেশে কী চলছে, জঙ্গলরাজ বললেও কম। ' এই বার্তা দিয়েই তিনি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারের সমালোচনায় মুখর হন। পাশাপাশি তিনি একই সঙ্গে যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েন নি।

বিকাশ দুবে প্রসঙ্গ

বিকাশ দুবে প্রসঙ্গ

এদিন, কানপুরের বিকাশ দুবের এনকাউন্টার ও তার আগে গ্যাংস্টারকে ধরতে গিয়ে ৮ পুলিশের মৃত্যুর প্রসঙ্গ তোলেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, '
পুলিশকেই খুন করে দেওয়া হচ্ছে এনকাউন্টারের নাম করে। যে খুন করল তাকেও খুন করা হল... যাতে কোনও প্রমাণ না থাকে।'

বিকাশ দুবে মামলা

বিকাশ দুবে মামলা

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মাফিয়া ডন বিকাশ দুবে এনকাউন্টার কয়েকদিন ধরে খবরের শিরোনাম কেড়েছে। উল্লেখ্য়, এই ডনকে পাকড়াও করতে গিয়ে ৮ জন পুলিশ শহিদ হন কানপুরে। এরপর মধ্যপ্রদেশ থেকে ডনকে ধরে অনলে মাঝ রাস্তায় সে পুলিশের ব্যান থেকে পালাতে যায় বলে খবর। আর তখনই বিকাশ দুবের এনকাউন্টার হয়। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই এনকাউন্টার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই সুরই এদিন মমতার গলায় ছিল

বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে...

বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে...

'এখানে সারাক্ষণ সর্বনাশের কথা বলে চলেছে। আমি উন্নয়নের কথা বলি। মাত্র ৮ বছর ক্ষমতায় আছি। ২০১৯ সালে কয়েকটা সিট পেয়ে যেন মনে হচ্ছে সারা পৃথিবী দখল করে রেখেছে। দিল্লির সরকার চক্রান্তের অংশীদার। বাংলায় আইনশৃঙ্খলা নেই বলে রোজ চেঁচাচ্ছে।' এভাবেই এদিন বিজেপির বিরুদ্ধে রাজ্যের প্রেক্ষাপটেও আক্রমণ শানান জননেত্রী।

আম্ফানে সাড়ে ৬ হাজার কোটি খরচ রাজ্যের! আসল দাবিদারকে ক্ষতিপূরণ, বিজেপিকে নিশানা করে আশ্বাস মমতারআম্ফানে সাড়ে ৬ হাজার কোটি খরচ রাজ্যের! আসল দাবিদারকে ক্ষতিপূরণ, বিজেপিকে নিশানা করে আশ্বাস মমতার

English summary
Mamata Banerjee Accuses UP's Yogi government of crime from TMC's Martyr's day speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X