For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণবিবাহের ঘটনায় কাঠগড়ায় বিশ্ব হিন্দু পরিষদ, ধর্মান্তরনের অভিযোগ মমতার

গণবিবাহের ঘটনায় কাঠগড়ায় বিশ্ব হিন্দু পরিষদ, ধর্মান্তরনের অভিযোগ মমতার

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদিবাসীদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে গণবিবাহের নামে। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ মালদহ জেলায় গণবিবাহের আয়োজন করেছিল। সূত্রের খবর, মালদহে তারা দরিদ্র মহিলাদের গণবিবাহের প্রস্তাব নিয়ে আদিবাসীদের কাছে গিয়েছিল।

গণবিবাহের ঘটনায় কাঠগড়ায় বিশ্ব হিন্দু পরিষদ, ধর্মান্তরনের অভিযোগ মমতার

মমতা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ মানুষকে ধর্মান্তরিত করছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আমি এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। বেশ কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে। তাদের অভিযোগ, গণ বিবাহের অনুষ্ঠান বানচাল করার পরিকল্পনা করেছে রাজ্যের সরকার।

ভিএইচপির সহ সম্পাদক আচ্চুতানন্দ কর বলেন, শতাধিক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও গণবিবাহের অনুষ্ঠানে হামলা করা হয়েছিল। তির-ধনুক এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়েছিল। রাজ্য সরকারের পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ঝাড়খন্ড দিশাম পার্টির কয়েকজন সশস্ত্র সমর্থক গণবিবাহ সভায় প্রবেশ করে হামলা চালায়। ১৩০ জোড়া বর-কনে পালিয়ে যায়। নারী ও শিশুসহ প্রায় ৪৫ জন আহত হয় এই ঘটনায়। আরও উল্লেখ্য, যে ব্যক্তিরা তাদের সাথে ধনুক এবং তীর, লাঠি, রড এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে এসেছিল তারা বিবাহের মণ্ডপ লন্ডভন্ড করে দেয়।

English summary
Mamata Banerjee accused Vishwa Hindu Parishad of indulging in forceful conversion of tribal. She said were lured by the VHP in an offer of mass weddings to help name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X