For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে টাকা ছড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী! শেষ লগ্নে ফের শুভেন্দুকে জবাব দেওয়ার ডাক মমতার

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের গাড়ি থেকে টাকা ছড়িয়ে দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে নন্দীগ্রামে। এদিন প্রচারের শেষ দিনে এহেন গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোনাচূড়া বাজারে মমতা বলেন, 'আমার কাছে তথ্য রয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহার করে বিজেপি নন্দীগ্রামে টাকা ছড়াচ্ছে এবং গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। অন্য রাজ্য থেকে কলকাতায় এসে হোটেলে থেকে বিজেপি নেতারা টাকা ছড়াচ্ছে। আমি চাই আপনারা বিজেপিকে কড়া জবাব দিন।'

'বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি'

'বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি'

এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসে মেয়েদের উপর অত্যাচার চালানোর ষড়যন্ত্র করেছে বিজেপি৷ সেই দায় তৃণমূলের উপর চাপিয়ে ওরা দাঙ্গা বাধানোর চেষ্টা করবে৷ পাশাপাশি তাঁর আরও অভিযোগ বিভিন্ন রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

'বিজেপি নিজেদের একটা মেয়েকে খুন করে বলবে তৃণমূল করেছে'

'বিজেপি নিজেদের একটা মেয়েকে খুন করে বলবে তৃণমূল করেছে'

মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটের আগে নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে নন্দীগ্রামের ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রোড শোয়ের পর সোনাচূড়ার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি৷ তৃণমূল নেত্রী বলেন, 'আমার কাছে খবর আছে, বিজেপি নিজেদের একটা মেয়েকে খুন করে বলবে তৃণমূল করেছে৷ এরপর দাঙ্গা লাগানোর চেষ্টা করবে৷ মেয়েদের উপর অত্যাচার চালানোর জন্য বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে আসা হয়েছে৷ এরা মানুষের ভোটে বিশ্বাস করে না৷ তাই মা-বোনেরা নিজেরা সতর্ক থাকবেন৷'

পুলিশের বিরুদ্ধে তোপ মমতার

পুলিশের বিরুদ্ধে তোপ মমতার

এ দিনের সভায় পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা৷ তাঁর অভিযোগ, অন্য রাজ্য থেকে আসা পুলিশ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে৷ তিনি বলেন, 'এখন পুলিশ নির্বাচন কমিশনের হাতে৷ আমি শুনেছি, মানুষের উপর পুলিশ অত্যাচার চালাচ্ছে৷ মধ্যপ্রদেশ থেকে পুলিশ এনেছে৷ বহিরাগত পুলিশ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে৷ পুলিশ অত্যাচার ও দালালি বন্ধ করো৷ আর ওরা তো দু দিন৷ ভোট মিটে গেলে তো সব পরাগরপার৷ এরপর আপনারাই থাকবেন৷ তাই মাথা ঠান্ডা রাখুন৷ আর তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে নন্দীগ্রাম ও বাংলার বাইরে বোল্ড আউট করে দিন৷'

শুভেন্দুকে জবাব দেওয়ার ডাক

শুভেন্দুকে জবাব দেওয়ার ডাক

মঙ্গলবারও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও এ দিন একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, 'টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে গদ্দার৷ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে৷ আর সেই টাকা ছড়িয়ে ভোট পেতে চাইছে৷ টাকা নিয়ে খেয়ে নিন৷ কিন্তু টাকা নিয়ে ওদের ভোট দেবেন না৷ টাকা দিয়ে কেউ যদি বলে নিজের মেয়েকে বিক্রি করে দিন, তাহলে কি দেবেন?'

নন্দীগ্রামের আন্দোলনকে কুর্নিশ জানাতেই এখান থেকে লড়ছেন মমতা

নন্দীগ্রামের আন্দোলনকে কুর্নিশ জানাতেই এখান থেকে লড়ছেন মমতা

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকেও টাকা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী৷ নন্দীগ্রামের মানুষের আন্দোলনকে কুর্নিশ জানাতেই তিনি সেখান থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে এ দিন ফের জানান তৃণমূল নেত্রী৷ মানুষকে ভয় না পেয়ে সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা৷

জিতলে নন্দীগ্রামে হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়, রোড শো-র পর জনসভায় ঘোষণা মমতার

English summary
Mamata Banerjee accused BJP of distributing cash using Central Forces vehicles in Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X