For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ভোট শেষ হতে দিন...' গোঘাট থেকে শুভেন্দুর নাম না করে হুঁশিয়ারি মমতার

'দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ভোট শেষ হতে দিন...' গোঘাট থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

Google Oneindia Bengali News

দুধকলা দিলে কালসাপ পুষেছিলাম। নন্দীগ্রামে ভোেটর আগের দিন শুভেন্দু অধিকারীর নাম না করে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামে বাইরে থেকে গুণ্ডাদের এনে ভয় দেখাচ্ছে। বাংলার ভোট শেষ হয়ে যাক তারপর কোথায় গিয়ে লোকায় দেখব। কোন বিজেপি তাদের আশ্রয় দেয় দেখে নেব। কান ধরে টেনে আনব বাংলা। তৃণমূল কর্মীদের খুন করে পালাতে পারবে না তারা। অধিকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে নিশানা মমতার

শুভেন্দুকে নিশানা মমতার

গোঘাটের সভা থেকে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামে বহিরাগতদের এনে ভয় দেখানো হচ্ছে। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। এই সব যাঁদের পরিকল্পনায় হচ্ছে তাঁদের ভোট শেষ হলেই উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন যাঁরা তাঁর দলের লোককে খুন করেছেন তাঁদের কোনও ভাবেই ছেড়ে দেবেন না। ভোট শেষ হলে বিহার উত্তর প্রদেশে গিয়ে লোকালেই কান ধরে রাজ্যে টেনে আনবেন আর শাস্তি দেবেন।

বামেদের নিশানা মমতার

বামেদের নিশানা মমতার

গোঘাটের সভা থেকে বামেদেরও নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন বামেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছিল অধিকারীরা। সেকারণে নন্দীগ্রামের ঘটনার সময ১৫ দিন তাঁদের দেখা যায়নি এলাকায়। পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল তাঁরা। বামেরাই বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন নন্দীগ্রাম থেকে সুড়ঙ্গ পথে লাশ পাচার করত বামেরা। আর এখন তারাই বিজেপির প্রার্থী হয়েছে।

নন্দীগ্রামে কড়া নিরাপত্তা

নন্দীগ্রামে কড়া নিরাপত্তা

নন্দীগ্রামে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলছে হেলিকপ্টারে নজরদারি। নাকা তল্লাশি চলছে একাধিক জায়গায়। নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত ১২ টার মধ্যে সব বকেয়া গ্রেফতার কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সন্ধে ৬টার পর বাজারে কোনও জামায়েত করা যাবে না। ২টির বেশি বাইর রাস্তায় বেরোনো যাবে না। এরকম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফেরিসার্ভিসও। হলদিয়া, মহিষাদল ও নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাইরে বেরোলেই পরিচয় পত্র দেখাতে বলা হয়েছে।

নজির বিহীন নিরাপত্তা

নজির বিহীন নিরাপত্তা

নজির বিহীন নিরাপত্তায় নন্দীগ্রাম। ২২০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব বুথ স্পর্শকারত হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিবুথে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

'মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন', শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ নাড্ডার'মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন', শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ নাড্ডার

English summary
Mamata Banejee target Suvendu Adhikari from Goghat rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X