For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্লোবাল বিজনেস সামিটে নিজের 'ফাটাফাটি' ঢাক পেটালেন মমতা, অতীতের জন্য চাইলেন ক্ষমা

Google Oneindia Bengali News

কলকাতা, ৮ জানুয়ারি : 'ফাটাফাটি', 'দারুন'। গ্লোবাল বিজনেস সামিট নিয়ে এমনই সব বিশেষণে প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কলকাতায় তাঁর সরকার যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। এদাবি অবশ্যই মুখ্যমন্ত্রীর।

শুধু এই নয়, মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার নাকি ২.৪৩ লক্ষ কোটি টাকার বাণিজ্যিক চুক্তি সাক্ষর করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, "ফাটাফাটি, আমার প্রথম শব্দটাই হবে দারুণ। শিল্প জগতের বন্ধুদের সাড়ায় আমরা সত্য়িই অভিভূত।

গ্লোবাল বিজনেস সামিটে নিজের 'ফাটাফাটি' ঢাক পেটালেন মমতা, অতীতের জন্য চাইলেন ক্ষমা

এদিন অবশ্য তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ম মন্ত্রী অমিত মিত্রের প্রশংসায় অতিরিক্ত পঞ্চমুখ হয়ে নিজেদের ঢাক পেটাতে এদিন পিছপা হননি মমতা। অমিত মিত্রর প্রশংসায় মুখ্যমন্ত্রী বলেন, "অমিতদা, সংস্থাগুলি দেখে অত্যন্ত আনন্দ লাগছে। এরা প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ম। এরা সব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। এমনকী স্থানীয় প্রতিনিধিরাও রয়েছে।"

স্বভাবতই ভাইব্রেন্ট গুজরাত মেগা সামিট-এ সঙ্গে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের একটা তুলনা শুরু হয়েছেই। যেখানে সারা বিশ্ব থেকে প্রায় ৩০০০ প্রতিনিধিরা এসে জড়ো হবেন বলে মনে করা হচ্ছে। যাদের মধ্যে আন্তর্জাতিক শিল্প দুনিয়ার বেশ কিছু বড় নাম থাকবে বলে আশা করা হচ্ছে।

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের যতই উচ্ছ্বসিত প্রশংসা করুন, আন্তর্জাতিক প্রতিনিধি হাতে গোনা, সেভাবে বড় কোনও শিল্প সংস্থার নামও নেই এই তালিকায়। তবু মুখ্যমন্ত্রীর কথায় এই সম্মেলন ফাটাফাটি। সাড়া মিলেছে অভূতপূর্ব। এদিকে গুজরাতের সঙ্গে তুলনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, "গুজরাতের সবচেয়ে বড় সুবিধা হল প্রধানমন্ত্রী সে রাজ্যেরই।"

এদিকে, মঙ্গলবার অতীতের জন্য ক্ষমা চেয়ে জল্পনা ও বিতর্ক দুই উস্কে দেন মমতা। তিনি বলেন, "অতীতের দিকে তাকাবেন না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা তার জন্য দুঃখিত, ক্ষমা চাইছি। যা হয়েছে তা ভাল হয়নি। কিন্তু আসুন আমরা আজকের কথা ভাবি, এবং ভবিষ্যতের জন্য কাজ করি।

মমতার এ মন্তব্যে রাজনৈতিক মহলের একাংশে জল্পনা শুরু হয় তবে কি টাটা প্রসঙ্গেই এই ক্ষমাপ্রার্থনা? যদিও পরে সব জল্পনায় জল ঢেলে মমতা সাংবাদিকদের জানান, তিনি আসলে বাম আমলের কথা বলেছেন। "বাম আমলে যেভাবে অর্থের অপব্যবহার হয়েছে, কোনও নীতি ছিল না, কিছু ছিল না। আমরা সেই সরকারের দায় কাঁধে নিয়েই ক্ষমতায় এসেছি। তাই আমাদের ভুগতে হচ্ছে। বিশাল অঙ্কের ঋণ মাথার উপর থাকার কারণে আমরা শিল্পে সাহায্য করতে পারছি না। তাই বিগত সরকার যা করেছে তার জন্য ক্ষমা চেয়ে নিলাম।"

English summary
Mamata Banerjee apologizes to industry for the past, termed global Business Summit as 'Fatafati'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X