For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

না পোষালে তৃণমূল ছেড়ে দিতে পারেন! সাফ কথা মমতা-অভিষেকেরও, পুরভোটের আগে জল্পনা

তৃণমূলে ছেড়ে যেতে পারেন! সাফ জবাব মমতা-অভিষেকেরও, পুরভোটের আগে জল্পনা

Google Oneindia Bengali News

পুরসভা ভোটের আগে দলে নতুন করে স্বচ্ছতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের নেতা-জনপ্রতিনিধিদের প্রতি কড়া অবস্থান গ্রহণ করলেন। সাফ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে সবকিছুই। ভুলেও হটকারিতা করবেন না।

অসন্তোষ থাকলে দল ছেড়ে যেতে পারেন

অসন্তোষ থাকলে দল ছেড়ে যেতে পারেন

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে পাশে নিয়ে দলের স্বচ্ছতা আনার বার্তা দিয়েছেন। জানিয়েছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এর আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের বেয়াড়াদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এদিনও বুনিয়াদপুরের সভায় মমতা বলেন, যাঁরা দলের নির্দেশ মানবেন না, তাঁরা ভিন্ন পথ দেখতে পারেন।

অভিষেক জানিয়েছিলেন

অভিষেক জানিয়েছিলেন

এই কথাই অভিষেক জানিয়েছিলেন দলীয় বৈঠকে। তাঁর সাফ কথা, যাঁদের পুরভোটের প্রার্থীপদে টিকিট নিয়ে কোনও অসন্তোষ থাকবে, তারা অন্য দলে চলে যেতে পারেন। তৃণমূলে থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করবেন না। দল সব কিছুই নজরে রাখছে, দলের নজরেও থাকবে সবকিছু। তিনি পরামর্শ দেন পারফরম্যা্ন্স করুন দল ডেকে ডেকে টিকিট দেবে।

পারফরম্যান্সই টিকিট পাওয়ার চাবিকাঠি

পারফরম্যান্সই টিকিট পাওয়ার চাবিকাঠি

তৃণমূল ভবনে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিদের পাশে নিয়ে জানিয়ে দেন, আমরা যে সমীক্ষা করেছি, তাতে ৪০ জন কাউন্সিলরের কাজ সন্তোষজনক নয়। প্রশান্ত কিশোরের টিম সমীক্ষার যে রিপোর্ট দিয়েছে, তাতে কলকাতা পুরসভার ৩০ শতাংশের পারফরম্যান্স নিয়ে মানুষ অখুশি।

অসন্তোষের প্রভাব পড়বে প্রার্থী বাছাইয়ে

অসন্তোষের প্রভাব পড়বে প্রার্থী বাছাইয়ে

তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই অসন্তোষের প্রভাব পড়তে পারে প্রার্থী বাছাইয়ে। প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়েই সমীক্ষা শুরু করেছিলেন তাঁর আই প্যাক টিমকে দিয়ে। সেই সমীক্ষায় কলকাতার ৩০ শতাংশ কাউন্সিলরকে নিয়ে ক্ষোভ রয়েছে। ফলে দল তা ভালো চোখে দেখছে না। তৃণমূল মানুষের চাহিদাকে সর্বাধক গুরুত্ব দেবে বলে স্পষ্ট করে দিয়েছে।

এবার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন

এবার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন

তৃণমূল কংগ্রেসের পক্ষে এমনও বলা হয়েছে, এখনও সময় আছে, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। দেখুন মানুষ আপনাদের আবার গ্রহণ করে কি না। মানুষ যদি আপনাদের গ্রহণ করে, তৃণমূলের গ্রহণ করতে কোনও আপত্তি থাকবে না। আপনারা ফের টিকিট পাবেন, মানুষের জন্য কাজ করতে পারবেন।

গায়ের জোরে জেতার চেষ্টা করবেন না

গায়ের জোরে জেতার চেষ্টা করবেন না

অভিষেক সাফ বলেন, কেউ গায়ের জোরে জেতার চেষ্টা করবেন না। তা মেনে নেবে না দল। মমতা বন্দ্যোপাধ্যায় তা পছন্দ করেন না। কোনও প্রার্থী ভোট লুঠ করার চেষ্টা করলে দল তা ভালো ভাবে নেবে না। যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যদি জিততে চান, মানুষের জন্য কাজ করার অধিকার পেতে চান, এখন থেকে মানুষের কাছে যান।

দিল্লি হিংসা নিয়ে বিজেপিকে চাপে ফেলার কৌশল, আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন রাহুল গান্ধীদিল্লি হিংসা নিয়ে বিজেপিকে চাপে ফেলার কৌশল, আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন রাহুল গান্ধী

English summary
Mamata and Ahishek Banerjee message to leave party if anyone willing. They clears in meeting of party workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X