For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই সময়ে উত্তরবঙ্গ সফরে অমিত-মমতা, সভাস্থল বদল করে বিজেপিকে প্রত্যাঘাত তৃণমূলের!

পাহাড়ে জমজমাট লড়াই অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই দলের দুই সুপ্রিমো একই সময়ে উত্তরবঙ্গে ব্যস্ত থাকবেন নিজ নিজ কর্মসূচিতে। তা নিয়ে জমজমাট রাজ্য রাজনীতি।

Google Oneindia Bengali News

শিলিগুড়ি, ২৪ এপ্রিল : পাহাড়ে জমজমাট লড়াই অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই দলের দুই সুপ্রিমো একই সময়ে উত্তরবঙ্গে ব্যস্ত থাকবেন নিজ নিজ কর্মসূচিতে। তা নিয়ে জমজমাট রাজ্য রাজনীতি। বিশেষ করে আসন্ন পুরভোট ও আগামী বছরের পঞ্চায়েত ভোটের আগে দুই নেতা-নেত্রীর সফর ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে।

মঙ্গলবার শিলিগুড়িতে দলের জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সোমবার সন্ধ্যাতেই কোচবিহারে প্রশাসনিক সভা করতে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সভাস্থল বদল করে বিজেপিকে প্রত্যাঘাত তৃণমূলের!

মঙ্গলবার কোচবিহারে জনসভার পর উড়ে যাবেন আলিপুরদুয়ারে। সেখানে তিনি ২৭ এপ্রিল সভা করবেন। কিন্তু সেই সভার স্থান হঠাৎ করে পরিবর্তন হল। আর এই পরিবর্তনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা জানিয়েছেন, সভাটি হবে বীরপাড়ার সার্কাস ময়দানে। একদিন আগে পর্যন্ত স্থির ছিল এই সভাটি হবে হাসিমারার সুভাষিণী চা বাগানে। বীরপাড়ার ওই সার্কাস ময়দান মাদারিহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি বর্তমানে বিজেপি-র দখলে।

বিজেপি-র প্রভাব ক্রমশ ওই এলাকা-সহ উত্তরবঙ্গ বাড়ছে। বিশেষ করে অসমে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি এ রাজ্যের উত্তরবঙ্গকে টার্গেট করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে ওই এলাকায় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরবঙ্গজুড়ে এখন অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের বাতাবরণ তৈরি হয়েছে। তৃণমূল মনে করছে অমিত শাহের এই সফর উত্তরবঙ্গের রাজনৈতিক জমি দখলের অভিযান।

তাই সভাস্থল বদলে মমতাও বিজেপি-কে পাল্টা বার্তা দিতে চাইছে। বুঝিয়ে দিতে চাইছে, আমরাও তৈরি বিজেপি-র কাছ থেকে এলাকার দখল কেড়ে নিতে। রাজ্যজুড়ে শাসকদলের একচেটিয়া আধিপত্য তৈরি হলেও, সম্প্রতি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিজেপি বাড়ছে। গেরুয়া বাহিনীর সেই বাড়া ভাতে ছাই দিতেই মমতা সভাস্থল বদলে মাস্টারস্ট্রোক দিতে চাইলেন।

English summary
Mamata and Amit Shah visit North Bengal in same time, TMC change the meeting place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X