For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়ের তলা থেকে মাটি সরছে বুঝেই মেজাজ হারাচ্ছেন মমতা, মত সব মহলে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
শিলিগুড়ি, ৪ ডিসেম্বর: পায়ের তলা থেকে মাটি সরছে বুঝতে পেরেই কি অশ্লীল কথার ফুলঝুড়ি ছুটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে? বিরোধী শিবির থেকে শুরু করে মনোবিদ, সবাই অন্তত এ কথাই মনে করছেন।

অশ্লীল শব্দ ব্যবহারে ইদানীং নজর কেড়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল অর্থাৎ বুধবার জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন, "নিজেরা করতে পারেনি। যারা করছে, সারাক্ষণ তাদের পিছনে কী করে বাম্বু দেওয়া যায়, তার চিন্তা করে বেড়াচ্ছে। বাম্বু জঙ্গলে তৈরি হয়। ঘরবাড়ি তৈরিতে কাজে লাগে। আর জানে না, বাম্বু যখন তাড়া করে সবাইকে, তখন যে কোথায় যাবে, যাওয়ার আর জায়গা থাকবে না।"

শুধু বলাই নয়। ডান হাত তুলে অশ্লীল ভঙ্গিতে 'পিছনে বাম্বু' দেওয়া দেখিয়েছেন। মিডিয়াকে একহাত নিয়ে বলেছেন, "যারে দেখতে নারি তার চলন বাঁকা। যারা কাজ করছে, তাদের পিছনে লেগেছে। যত্তসব মন্থরা, কৈকেয়ীর দল।"

এর আগে ২২ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীসভাতেও একই ভাবে আক্রমণাত্মক ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংকে উদ্দেশ্য করে বলেছিলেন, "কে তুমি শালা? কেউ নাম জানে না।"

বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "একবার হলে বলা যায় যে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। কিন্তু ফের হলে বুঝতে হবে, তিনি ওই ভাষায় কথা বলতে অভ্যস্ত। আসলে উনি এখন ক্ষমতা হারানোর ভয়ে ভুগছেন। তাই এ সব বলে ফেলছেন।"

কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেছেন, "ওঁর মানসিক সুস্থতা নিয়ে চিন্তা হচ্ছে। একে মুখ্যমন্ত্রী, তায় আবার মহিলা। তাঁর মুখে এ সব কথা অকল্পনীয়।"

ওয়াকিবহাল মহলের মতে, সারদা থেকে শুরু করে বর্ধমান কিংবা বিজেপির ক্রমাগত শক্তিবৃদ্ধি, এ সবের জেরে প্রবল চাপে রয়েছেন মমতা। বুঝতে পারছেন, এমন প্রবণতা বজায় থাকলে হয়তো ২০১৬ সালে ক্ষমতা ধরে রাখা মুশকিল হবে। তাই মেজাজ হারিয়ে এ সব বলে ফেলছেন।

লেখিকা নবনীতা দেবসেন বলেন, "মুখ্যমন্ত্রী হয়তো কোনও সঙ্কটে রয়েছেন। তাই চাপে পড়ে মুখের লাগাম হারিয়ে ফেলছেন।"

English summary
Mamata again attacked opposition with filthy words, kicked storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X