For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে 'রাজনৈতিকভাবে টার্গেট' করছেন মোদী! অভিযোগ তুলে'বাংলায় আগুন জ্বালানো' নিয়ে ঝাঁঝালো তোপ দিদির

মমতাকে 'রাজনৈতিকভাবে টার্গেট' করছেন মোদী! অভিযোগ তুলে'বাংলায় আগুন জ্বালানো' নিয়ে ঝাঁঝালো তোপ দিদির

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদীর সংঘাত কার্যত বাংলা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বহু মোদী বিরোধী জাতীয় রাজনৈতিক দলই মমতাকে মোদী বিরোধীতার উপযুক্ত মুখ বলেও ধরেই শিবির পোক্ত করার চেষ্টায় রয়েছে, বলে দাবি অনেকেরই। এমন এক পরিস্থিতিতে বাংলার ভোট যুদ্ধের আগে , মোদীকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমায় রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে'

'আমায় রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে'

সংবাদসংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী , মমতা বলেন, ' আমাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ই হোক বা অমর্ত্য সেনই হোক, তাঁদের আলাদা জায়গা রয়েছে সমাজে। আমাদের শিক্ষাবিদদের টার্গেট করা হচ্ছে।'

 বিজেপিকে তুমুল তোপ মমতার

বিজেপিকে তুমুল তোপ মমতার

এদিন মোদীকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন ধরে বিজেপি নেতাজিকে নিয়ে একটি শব্দও বলেনি। আর এখন এরা কথা বলছে নেতাজিকে নিয়ে। শুধু তাই নয়, বাংলার ভাবমূর্তি নষ্ট করা নিয়েও তুমুল তোপ দেগে মমতা মোদীকে একহাত নিয়েছেন।

' বাংলায় হিংসার আগুন' ইস্যুতে সরব মমতা

' বাংলায় হিংসার আগুন' ইস্যুতে সরব মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় দাঙ্গার আগুন লাগাতে চাইছে বিজেপি। জেএনইউয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলিকে বেঙে দিতে চাইছে বিজেপি। এপ্রসঙ্গে মমতা ,বেলেঘাটায় গান্ধীজির হিংসা বিরোধী শান্তি র পদক্ষেপের প্রসঙ্গও তোলেন।

 কৃষক ইস্যুতে সরব মমতা

কৃষক ইস্যুতে সরব মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কৃষকদের সঙ্গে আছি। ' বক্তব্য রেখেই, মমতার দাবি কেন্দ্রের উচিত ৩ টি কৃষি আইন তুলে নেওয়া। আর এই মর্মে তাঁর পার্টি কৃষকদের পাশেই থাকবে বলে জানান মমতা।

মমতাকে মাত দিতে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অনুগামীরা! অমিত-নির্দেশ অনুযায়ী কোন স্ট্র্যাটেজি দিলীপদেরমমতাকে মাত দিতে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অনুগামীরা! অমিত-নির্দেশ অনুযায়ী কোন স্ট্র্যাটেজি দিলীপদের

English summary
Mamata accuses Modi for Targetting her says ,BJP wants to torch Bengal through riots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X