For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোর করে জমি নিয়ে তাপসী মালিককে পুড়িয়ে মেরেছিল, ফের সিঙ্গুর নিয়ে এবার টাটাদের নিশানা মমতার

জোর করে জমি নিয়ে তাপসী মালিককে পুড়িয়ে মেরেছিল, ফের সিঙ্গুর নিয়ে এবার টাটাদের নিশানা মমতার

Google Oneindia Bengali News

ফের সিঙ্গুর নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরর জমি আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর আজ ফের তিনি বলেছেন,টাটারা তাঁর বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল। সিবিএমকে আবারও নিশানা করে তিনি বলেছেন, সিঙ্গুরে জোর করে জমি নেওয়া হয়েছিল। তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। গতকাল শিলিগুড়িতে বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, টাটাদের সিঙ্গুর থেকে তিনি তাড়াননি। সিপিএম তাড়িয়েছে।

টাটাদের নিশানা মমতার

টাটাদের নিশানা মমতার

উত্তরবঙ্গ থেকে ফিরেই জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ফের সিঙ্গুর নিয়ে সুর চড়িয়েছেন তিিন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টাটারা তাঁর বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময়। আমরা কোনও কিছু বলিনি। অর্থাৎ এবার সিঙ্গুর নিয়ে সিপিএমের পাশাপাশি টাটাদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিিন। যদিও গতকাল টাটাদের বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি মমতাকেষ। কেবল সিপিএমকে নিশানা করেছিলেন তিিন।

ফের সিঙ্গুর নিয়ে মন্তব্য মমতার

ফের সিঙ্গুর নিয়ে মন্তব্য মমতার

জানবাজারে কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে আবারও সিঙ্গুর নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকে আবারও নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিঙ্গুরে জোর করে জমি কেড়ে েনওয়া হয়েছিল। তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সিঙ্গুরে। চাষীদের পুড়িয়ে মারা হয়েছিল এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন,'আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের ওই আন্দোলনই সারা ভারতের আইন হিসাবে অ্য়াকসেপ্টেড হয়েছে। আমরা বাংলায় আজও যদি কিছু করি, সব সময় আগে জমি দাতাদের কথা শুনি।'

সিঙ্গুর নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার

সিঙ্গুর নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার

গতকাল শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলে, 'সিপিএম বিজেপি গুজব ছড়াচ্ছে টাটাদের সিঙ্গুর থেকে আমি তাড়িয়েছি। কিন্তু তাঁরা মিথ্যে কথা বলছেন। সিঙ্গুর থেকে টাটাদের আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আমরা জমি ফিরিয়ে দিয়েছি। জোর করে জমি নেওয়ার প্রতিবাদ জািনয়েছি।' তিনি আরও বলেছেন 'আমরা শিল্প চাই। আরও বেশি করে কর্মসংস্থান চাই।' প্রসঙ্গত উল্লেখ্য সিঙ্গুর আন্দোলনের পরেই একপ্রকার পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব ভাবমূর্তিতে আঘাত আসে।

বিরোধীদের নিশানা

বিরোধীদের নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাবি করেছেন সিঙ্গুরের জমি আন্দোলনের কারণেই টাটারা রাজ্য ছেড়ে চলে যায়। তারপরে একের পর এক বিজেপি এবং বাম নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সরব হয়েছে। সিপিএম নেতা সুজ চক্রবর্তী অভিযোগ করেছেন মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবাইকে অংশ নিতে হবে, বললেন পর্ষদ সভাপতি! আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা মমতার সবাইকে অংশ নিতে হবে, বললেন পর্ষদ সভাপতি! আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা মমতার

English summary
Mamata Banerjee again coment on Singur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X