বিজেপিকে আটকাতে বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের বার্তা কংগ্রেস সাংসদের
২০১৯ লোকসভা নির্বাচনে যেকোনওভাবেই হোক আটকাতে হবে বিজেপিকে। আর সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিরোধী শিবির। লক্ষ্য ও উদ্দেশ্য যখন এক তখন একসঙ্গে পথ চলতে দোষ কী! এই ভাবনা থেকেই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করলেন মালদহের কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।

এক সভায় হাজির হয়ে মৌসম বলেন, সারা দেশে বিজেপিকে আটকাতে মহাজোট হচ্ছে। তাই বাংলায়ও তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করলেন তিনি।
মৌসম মালদহের জেলা কংগ্রেস সভানেত্রী। অধীর চৌধুরী প্রদেশ সভাপতি থাকাকালীন তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটা বেড়ে গিয়েছিল। এখন তাঁকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সোমেন মিত্রকে। অধীরের তৃণমূল বিরোধী কঠোর অবস্থানের কথা সর্বজনবিদিত। তবে সোমেন প্রয়োজনে জোটের পথে যেতে পারেন। পরিচিতদের ভাবনা তেমনই।

এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, ছত্তিশগড়ে বিজেপিকে হারাতে বাম কর্মীদের কংগ্রেসকে ভোট দিতে বলেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সারা দেশেই বিরোধীরা কোমর বেঁধে নামতে চলেছে। যা শুনে সোমেন মিত্র স্বাগত জানিয়েছেন।
আগামিদিনে লোকসভা ভোটের সময় কংগ্রেস বিজেপিকে ঠেকাতে সিপিএম নাকি তৃণমূলের হাত ধরে সেটাই এখন দেখার।