For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বছর ৮৫টা ছুটি রয়েছে, ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ছকে নিন এখনই

২০১৬ সালে যে কটা ছুটি পেয়েছিলেন এবছর তো তার চেয়েও বেশি ছুটি পেতে চলেছে রাজ্যবাসী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ছুটির তালিকা ঘোষণা করেছে তাতে গতবারের তুলনায় ৫টি অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ ডিসেম্বর : ২০১৬ সালে যে কটা ছুটি পেয়েছিলেন এবছর তো তার চেয়েও বেশি ছুটি পেতে চলেছে রাজ্যবাসী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ছুটির তালিকা ঘোষণা করেছে তাতে গতবারের তুলনায় ৫টি অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ২০১৭ সালে ছুটির সংখ্যা হবে ৩৫। তবে এর মধ্যে ৩টি রবিবার পড়েছে। ফলে গতবারের ২৭টি ছুটির পরিবর্তে এবছর মিলবে মোট ৩২টি ছুটি। এছাড়া বছরের ৫৩টি রবিবার তো রয়েইছে। ফলে মোট ছুটির সংখ্যা একলাফে বেরে গেল ৮৫টি। অর্থাৎ দেখতে গেলে ছুটির সংখ্যা প্রায় ৩ মাসের কাছাকাছি।

আগামী বছর ৮৫টা ছুটি রয়েছে, ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ছকে নিন এখনই

এর পাশাপাশি যে সংস্থাগুলিতে শনিবারদিনও ছুটি রয়েছে তা যুক্ত হলে ছুটির সংখ্যা চার মাস ছাড়িয়ে যাচ্ছে। এবছর ৩৪টি ছুটির মধ্যে ভাইফোঁটা ও ফতেহাদওজ-দাহাম একইদিনে পড়েছিল বলে একটিই ছুটি মিলেছিল, এবছর দুটো আলাদা দিন হওয়ায় ছুটির সংখ্যা বেড়েছে একটি।

এপ্রিল মাসে টানা তিনদিনের ছুটি পাওয়া যাবে। গুড ফ্রাইডে এবং ডাঃ বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল ছুটি। ১৫ এপ্রিল পয়লা বৈশাখ এবং ১৬ এপ্রিল রবিবার।

আগামী বছর পুজোর ছুটি থাকছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৬ অক্টোবর অর্থাৎ টানা ১৩দিন। পরে যদি সরকার ২৫ সেপ্টেম্বর পঞ্চমী উপলক্ষে ছুটি দেয় তাহলে তো কথাই নেই, ২৪ সেপ্টেম্বর রবিবার ফলে টানা ১৫ দিনের ছুটি পাওয়া যাবে।

কালীপুজো রয়েছে ১৯ অক্টোবর বৃহস্পতিবার। শুক্রবার একটা ছুটি নিয়ে নিতে পারলেই টানা চারদিন ছুটি। এই সময় একটা শর্ট ট্রিপ তো করে নেওয়াই যায়।

তাহলে আর দেরি কেন চটপট ছকে ফেলুন বছরের ট্রিপ প্ল্যানিংটা।

English summary
According to the holiday notification for 2017, there will be altogether 35 holidays next year against 34 this year. But only three will coincide with Sundays against seven this year, thus taking next year's holiday count to 32 as against 27 this year. Add to this the 53 Sundays in 2017 and the holiday count shoots up to 85, barely short of three months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X