For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরূপে সেজে উঠছে তারাপীঠ, মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় নতুন সাজে সাজবে মন্দির চত্বর

নবরূপে সেজে উঠছে তারাপীঠ মন্দির চত্বর। প্রায় আট কোটি টাকা ব্যয় করে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও নির্দেশে।

  • |
Google Oneindia Bengali News

নবরূপে সেজে উঠছে তারাপীঠ মন্দির চত্বর। প্রায় আট কোটি টাকা ব্যয় করে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও নির্দেশে। তারা মায়ের মূল মন্দিরকে অক্ষত রেখে নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আগামী একবছরের মাথায় নবরূপ পাবে বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র তারাপীঠ মন্দির।

নবরূপে সেজে উঠছে তারাপীঠ মন্দির চত্বর

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ৩২৬০ স্কোয়ার ফুট জায়গা নিয়ে তারাপীঠ মন্দির চত্বর। তার মধ্যে ৩৫০ স্কোয়ার ফুট জায়গায় মায়ের গর্ভগৃহ। তার চারপাশে দোকান গজিয়ে ওঠায় সেটা ভালো করে দেখা যেত না। নতুন পরিকল্পনা মোতাবেক সেই দোকানগুলিকে ছোট-বড় করে সাজিয়ে গর্ভগৃহ দর্শনের পথ প্রশস্ত করা হবে।

এর পাশাপাশি মন্দির চত্বরের সৌন্দর্যায়ন করা হবে। ঘিরে দেওয়া হবে রেলিং দিয়ে। এছাড়া মন্দির চত্বরে বসে যাতে প্রার্থনা করা যায়, তার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

মন্দির চত্বরে মাটির নিচে ৭০ ফুট বাই ২৫ ফুটের ভোগঘর নির্মাণের কাজ চলছে পুরোদমে। ভোগঘরের পাশে তৈরি হচ্ছে খাওয়ার ঘর। একসঙ্গে সেখানে ১ হাজার দর্শনার্থী বসে ভোগ খেতে পারবেন। এছাড়া গর্ভগৃহের সামনে তারা মায়ের নাটমন্দির, বিশ্রামাগার, শিব মন্দির বাদে বাকী অংশ ভেঙে ফেলে জায়গা বাড়ানো হবে।

এছাড়া গর্ভগৃহের সামনে চাতালে প্রবেশ করানো হবে মাটির তলা দিয়ে। উপরের ব্রিজটি ভেঙে ফেলা হবে। আগে মায়ের ভোগ রান্না হতো কাঠের আগুনে। এবার তা সোলার পদ্ধতি ব্যবহার করে সারা হবে।

English summary
CM Mamata Banerjee's plan is giving a new look to Tarapith Temple, Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X