
রাত ১০টা থেকে ৭২০ মিনিট বন্ধ থাকছে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল
যাত্রী পরিষেবাতে আরও গুরুত্ব ভারতীয় রেলের। থার্ড লাইনে রক্ষণাবেক্ষণ এবং মেরামতি করতে শিয়ালদহ মেন মূল শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করল রেল। শুধু তাই নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি বেশ কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
এমনকি দুরপাল্লার ট্রেনেও বেশ কিছু প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রী পরিষেবার মান আরও ভালো করতেই এহেন উদ্যোগ বলে জানানো হয়েছে।

থার্ড লাইনের কাজ হবে।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে নৈহাটি এবং হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনের কাজ হবে। মূলত মেরামতি এবং রক্ষণাবেক্ষণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আর সেই মতো আগামী ৭২০ মিনিট রেল পরিষেবাতে কার্যত প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। রেলের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত ১০টা থেকে রবিবার এই কাজ হবে বলেও জানানো হয়েছে। আর এই কাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কার্যত চলবে না কোনও লোকাল ট্রেনও।

শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে:
রেলের বিজ্ঞপ্তি অনুজায়ী একাধিক ট্রেন বাতিল থাকছে। যেমন-
• Sealdah-Krishnanagar local: 31843, 31838
• Sealdah-Gede local: 31929,31928
• Sealdah-Shantipur local: 31539, 31540
• Sealdah-Ranaghat local: 31629, 31631, 31634, 31636
• Kalyani Simanta-Naihati local: 31192

রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে::
রেলের বিজ্ঞপ্তি অনুজায়ী একাধিক ট্রেন বাতিল থাকছে। যেমন-
• Sealdah-Krishnanagar local: 31811, 31815, 31817, 31812, 31816, 31818
• Sealdah-Gede local: 31913, 31914
• Sealdah-Shantipur local: 31511, 31515, 31512, 31518
• Sealdah-Ranaghat local: 31611, 31615, 31617, 31614, 31616, 31622
• Ranaghat-Naihati local: 31711,31712
• Sealdah-Kalyani Simanta Local: 31311, 31313, 31315, 31319, 31314, 31316, 31318, 31320
• Naihati-Kalyani Simanta local: 31191
• Sealdah-Naohati local: 31471, 31418
রেলের তরফে দেওয়া তথ্য তুলে ধরা হয়েছে।

বেশ কিছু রুট বদল করা হয়েছে
এছাড়াও একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। রেলের ঘোষণা অনুযায়ী রবিবার কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে। ল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল ট্রেনেরও রুট বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও দুরপাল্লার ট্রেনেও ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে আজ শনিবার রাত থেকে এই কাজ শুরু হবে। রবিবার ছুটির দিন। ফলে খুব একটা যাত্রীরা সমস্যাতে পড়বে না বলেই মনে করছে রেল। যাত্রীসুরক্ষা নিশ্চিত এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিক করতেই এহেন পদক্ষেপ বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে সোম বার কাজের দিন। এবং সপ্তাহের প্রথম দিন বলেও কথা। ফলে সে বিষয়টি মাথায় রেখে দ্রুত কাজ করা হবে বলে রেলের তরফে জানানো হিয়েছে।