For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে ‘আনফলো’ করলেন মহুয়া! মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তীব্র জল্পনা

তৃণমূলকে ‘অনফলো’ করলেন মহুয়া! মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তীব্র জল্পনা

Google Oneindia Bengali News

সম্প্রতি মা কালীকে নিয়ে তির্যক মন্তব্য করে বিতর্ক বাধিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। বিরোধীরা তাঁর মন্তব্যর তীব্র সমালোচনা করেছেন। দলেও তিনি ব্রাত্য হয়ে গিয়েছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টুইটারে মহুয়ার মন্তব্যের বিরোধিতা করা হয়েছে। তারপরই এ ব্যাপারে পাল্টা অবস্থান নিয়েছেন মহুয়া মৈত্র।

মহুয়া টুইটারে আনফলো করলেন তৃণমূলকে

মহুয়া টুইটারে আনফলো করলেন তৃণমূলকে

তৃণমূলও যখন মা কালী ইস্যুতে তাঁর পাশ থেকে সরে দাঁড়িয়েছে, তখন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন।

মহুয়া মৈত্রের তির্যক মন্তব্যে সমালোচনা তৃণমূলের

মহুয়া মৈত্রের তির্যক মন্তব্যে সমালোচনা তৃণমূলের

মহুয়া মৈত্র একটি পোস্টার নিয়ে সম্প্রতি এক প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে বসেন। ওই পোস্টারে একজন অভিনেতাকে দেখা গিয়েছে দেবী রূপে ধূমপান করতে। তেমনই পোস্টার চিত্রিত হওয়ার পর মহুয়া মৈত্র তা নিয়ে তির্যক মন্তব্য করেন। তৈরি হয় মহা-বিতর্ক। বিতর্কের শেষে মহুয়া মৈত্র তৃণমূলের টুইটার হ্যান্ডেল আনফলো করে দেন।

মহুয়া এখন শুধু মমতার ফলোয়ার

মহুয়া এখন শুধু মমতার ফলোয়ার

মহুয়া মৈত্র এখন আর তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের ফলোয়ার নন, তিনি এখন শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল অনুসরণ করেন। মহুয়ার এই অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রথমত তিনি বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। তারপর তিনি তৃণমূলের টুইটার হ্যান্ডেলই আনফলো করে দিয়েছেন।

বিরোধীদের তোপ, তৃণমূল পাশে নেই

বিরোধীদের তোপ, তৃণমূল পাশে নেই

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন, মা কালী তাঁর কাছে একজন মাংসভোজী, মদ গ্রহণকারী দেবী। ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এ দেবী কালী ধূমপান করছেন- এমন একটি সিনেমার পোস্টার নিয়ে বিতর্কিত প্রতিক্রিয়া দেন মহুয়া মৈত্র। তাঁর প্রতিক্রিয়ায় তীব্র বিতর্ক বাধে। বিরোধীরা তোপ দাগেন এবং তৃণমূল তাঁর পাশ থেকে সরে দাঁড়ায়।

মহুয়া সিকিম ও উত্তরপ্রদেশের তুলনায়

মহুয়া সিকিম ও উত্তরপ্রদেশের তুলনায়

মহুয়া বলেছিলেন, "আপনি যখন সিকিম যাবেন, আপনি দেখতে পাবেন যে তাঁরা দেবী কালীকে হুইস্কি দেয়। কিন্তু আপনি যদি উত্তরপ্রদেশে যান এবং আপনি যদি তাঁদের বলেন যে আপনি দেবীকে প্রসাদ হিসেবে হুইস্কি নিবেদন করেন, তাহলে তাঁরা আপনাকে অধার্মিক বলবে। উল্লেখ্য, মা কালীর ওই পোস্টারটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে অনেকে বলেছেন, পোস্টারটি হিন্দু দেবদেবীর অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মহুয়া মৈত্রের মতামতগুলি একান্তই ব্যক্তিগত

আর তৃণমূল এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানিয়েছে, "ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এ দেবী কালী সম্পর্কে মহুয়া মৈত্রের মতামতগুলি একান্তই ব্যক্তিগত। কোনওভাবেই পার্টি তা সমর্থন করে না এবং পার্টি অনুমোদিতও নয়। তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করে।" টুইটটি টিএমসি-এর অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করার পরই মহুয়া মৈত্র আনফোল করেন তৃণমূলকে।

পোস্টারে দেবী কালীর রূপ নিয়ে বিতর্ক

পোস্টারে দেবী কালীর রূপ নিয়ে বিতর্ক

চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাই ছবিটির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর বিতর্ক শুরু হয়। পোস্টারে দেবী কালীর রূপ একজন মহিলাকে দেখানো হয়েছে। ছবিতে তাঁকে সিগারেট খেতে দেখা যাচ্ছে। ত্রিশূল এবং কাত্যান রযেছে তাঁর হাতে। সেইসঙ্গে দেবীর ভূমিকায় অভিনেত্রীর সম্প্রদায়ের পতাকা দেখানো হয়েছে ছবিতে।

Weather update: বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার দাক্ষিণ্যের আশা নেইWeather update: বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার দাক্ষিণ্যের আশা নেই

English summary
Mahua Moitra unfollows TMC official twitter handle after controversy of her comment about goddess Kali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X